চোট ও বাজে পারফরম্যান্সে দল তো বটেই, পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন হাসান আলি। গত কয়েকটি সিরিজে দারুণ বোলিংয়ে দলে জায়গা তো পাকাপোক্ত করেছেনই, নিজের ২৭তম জন্মদিনে এবার এই পেসার পেলেন আরও বড় সুখবর। কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির সঙ্গে জায়গা হয়েছে হাসানেরও। চুক্তি অনুযায়ী এই চার ক্রিকেটার বার্ষিক বেতন পাবেন ১ দশমিক ২ কোটি রুপি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আজ প্রকাশ করা কেন্দ্রীয় চুক্তিতে হাসান আলীর সঙ্গে সুখবর পেয়েছেন আরও বেশ কয়েকজন। উদীয়মান শ্রেণি থেকে ‘সি’ শ্রেণিতে উঠে এসেছেন হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন। চুক্তিতে ‘বি’ শ্রেণিতে জায়গা হলো টেস্টে দারুণ ফর্মে থাকা বাঁহাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলমের। আর উদীয়মান তালিকায় যুক্ত হয়েছেন ইমরান বাট, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি আসাদ শফিক, হায়দার আলি, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শান মাসুদ ও উসমান শিনওয়ারির। মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক যথারীতি এবারও নেই চুক্তিতে। পিসিবির এই কেন্দ্রীয় চুক্তি ১ জুলাই, ২০২১ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত কার্যকর থাকবে।
এবার ‘এ’, ‘বি’, ‘সি’ শ্রেণিতে ২৫ শতাংশ বেতন বেড়েছে। তবে উদীয়মান শ্রেণিতে বেড়েছে ১৫ শতাংশ। ‘এ’ শ্রেণিতে ম্যাচ ফি বাড়ানো না হলেও ‘বি’ শ্রেণিতে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচ ফি বেড়েছে ১৫, ২০ ও ২৫ শতাংশ। ‘সি’ শ্রেণি ও উদীয়মান শ্রেণিতে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচ ফি বেড়েছে ৩৪, ৫০ ও ৬৭ শতাংশ।
‘এ’ শ্রেণি (১.২ কোটি রুপি)
বাবর আজম, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি।
‘বি’ শ্রেণি (৬৫ লাখ রুপি)
আজহার আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, ফাওয়াদ আলম, শাদাব খান।
‘সি’ শ্রেণি (৫০ লাখ রুপি)
আবিদ আলি, ইমাম-উল-হক, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, নোমান আলি, সরফরাজ আহমেদ।
চোট ও বাজে পারফরম্যান্সে দল তো বটেই, পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছিলেন হাসান আলি। গত কয়েকটি সিরিজে দারুণ বোলিংয়ে দলে জায়গা তো পাকাপোক্ত করেছেনই, নিজের ২৭তম জন্মদিনে এবার এই পেসার পেলেন আরও বড় সুখবর। কেন্দ্রীয় চুক্তিতে সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদির সঙ্গে জায়গা হয়েছে হাসানেরও। চুক্তি অনুযায়ী এই চার ক্রিকেটার বার্ষিক বেতন পাবেন ১ দশমিক ২ কোটি রুপি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আজ প্রকাশ করা কেন্দ্রীয় চুক্তিতে হাসান আলীর সঙ্গে সুখবর পেয়েছেন আরও বেশ কয়েকজন। উদীয়মান শ্রেণি থেকে ‘সি’ শ্রেণিতে উঠে এসেছেন হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন। চুক্তিতে ‘বি’ শ্রেণিতে জায়গা হলো টেস্টে দারুণ ফর্মে থাকা বাঁহাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলমের। আর উদীয়মান তালিকায় যুক্ত হয়েছেন ইমরান বাট, শাহনেওয়াজ দাহানি ও উসমান কাদির। কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি আসাদ শফিক, হায়দার আলি, হারিস সোহেল, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, শান মাসুদ ও উসমান শিনওয়ারির। মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক যথারীতি এবারও নেই চুক্তিতে। পিসিবির এই কেন্দ্রীয় চুক্তি ১ জুলাই, ২০২১ থেকে ৩০ জুন ২০২২ পর্যন্ত কার্যকর থাকবে।
এবার ‘এ’, ‘বি’, ‘সি’ শ্রেণিতে ২৫ শতাংশ বেতন বেড়েছে। তবে উদীয়মান শ্রেণিতে বেড়েছে ১৫ শতাংশ। ‘এ’ শ্রেণিতে ম্যাচ ফি বাড়ানো না হলেও ‘বি’ শ্রেণিতে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচ ফি বেড়েছে ১৫, ২০ ও ২৫ শতাংশ। ‘সি’ শ্রেণি ও উদীয়মান শ্রেণিতে টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি ম্যাচ ফি বেড়েছে ৩৪, ৫০ ও ৬৭ শতাংশ।
‘এ’ শ্রেণি (১.২ কোটি রুপি)
বাবর আজম, হাসান আলি, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি।
‘বি’ শ্রেণি (৬৫ লাখ রুপি)
আজহার আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, ফাওয়াদ আলম, শাদাব খান।
‘সি’ শ্রেণি (৫০ লাখ রুপি)
আবিদ আলি, ইমাম-উল-হক, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, নোমান আলি, সরফরাজ আহমেদ।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৩ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে