নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে তাসকিন আহমেদ একেবারে খেলেন না, তা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি নিয়মিত মুখ। এখন পর্যন্ত বিভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। তবে বিদেশের মাঠে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি যে ‘অমাবশ্যার চাঁদ’। বিভিন্ন কারণে প্রায়ই তাঁর খেলা হয় না আইপিএলসহ বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে খেলার সুযোগ তাসকিনের কাছে এসেছিল বারবার। ২০২২ সালে চোটে পড়ে মার্ক উড ছিটকে গিয়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দল থেকে। উডের পরিবর্তে তখন তাসকিনকে প্রস্তাব দেয় লক্ষ্ণৌ। কিন্তু তখন (২০২২-এর মার্চে) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় মাঝপথে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ২০২৩-এর আইপিএলের মেগা নিলামে ৫০ লাখ ভিত্তিমূল্য দাম ছিল। তবে কোনো দল তাঁকে কেনেনি।
২০২৩ আইপিএলে দল না পেলেও সেবার জিম আফ্রো টি-টেনে খেলেন তাসকিন। বুলাওয়ে ব্রেভসের জার্সিতে ১১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার। এরপর ২০২৪ আইপিএলের নিলামে নাম দেন তিনি। এবার তাঁর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এবারও সামনে চলে আসে আন্তর্জাতিক ক্রিকেটের ইস্যু। কারণ আইপিএল মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়ার কথা। আর মার্চ ও এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে খেলতে। বিসিবি থেকে এবারও তাই মেলেনি অনুমতি। এই প্রসঙ্গে মিরপুরে আজ সাংবাদিকদের বলেছেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এল (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে। বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে।’
তাসকিন আরও বলেন, ‘পূর্ণ রান আপে শুরু করেছি এরই মধ্যে। এখনো করছি। এই নিয়ে পাঁচ সেশন বোলিংও করলাম। আগের থেকে ভালো লাগছে। এখনো আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার লক্ষ্য। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।’
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যে তাসকিন আহমেদ একেবারে খেলেন না, তা নয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তিনি নিয়মিত মুখ। এখন পর্যন্ত বিভিন্ন দলের হয়ে খেলেছেন তিনি। তবে বিদেশের মাঠে ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি যে ‘অমাবশ্যার চাঁদ’। বিভিন্ন কারণে প্রায়ই তাঁর খেলা হয় না আইপিএলসহ বিশ্বের অনেক ফ্র্যাঞ্চাইজি।
আইপিএলে খেলার সুযোগ তাসকিনের কাছে এসেছিল বারবার। ২০২২ সালে চোটে পড়ে মার্ক উড ছিটকে গিয়েছিলেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দল থেকে। উডের পরিবর্তে তখন তাসকিনকে প্রস্তাব দেয় লক্ষ্ণৌ। কিন্তু তখন (২০২২-এর মার্চে) বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ চলায় মাঝপথে ছাড়তে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ২০২৩-এর আইপিএলের মেগা নিলামে ৫০ লাখ ভিত্তিমূল্য দাম ছিল। তবে কোনো দল তাঁকে কেনেনি।
২০২৩ আইপিএলে দল না পেলেও সেবার জিম আফ্রো টি-টেনে খেলেন তাসকিন। বুলাওয়ে ব্রেভসের জার্সিতে ১১ উইকেট নিয়েছেন বাংলাদেশের পেসার। এরপর ২০২৪ আইপিএলের নিলামে নাম দেন তিনি। এবার তাঁর ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। এবারও সামনে চলে আসে আন্তর্জাতিক ক্রিকেটের ইস্যু। কারণ আইপিএল মার্চ থেকে মে মাস পর্যন্ত হওয়ার কথা। আর মার্চ ও এপ্রিলে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে আসবে বাংলাদেশে খেলতে। বিসিবি থেকে এবারও তাই মেলেনি অনুমতি। এই প্রসঙ্গে মিরপুরে আজ সাংবাদিকদের বলেছেন, ‘আসলে এ নিয়ে তিনবার সুযোগ এল (আইপিএলে), এবারও মিস হলো। একটু খারাপ লাগে কারণ খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে সব ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই প্রস্তাব আসে। বোর্ড আসলে ছাড়পত্র দিতে চায় না বিভিন্ন কারণে। খেলাও থাকে, স্বাস্থ্যের ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে।’
তাসকিন আরও বলেন, ‘পূর্ণ রান আপে শুরু করেছি এরই মধ্যে। এখনো করছি। এই নিয়ে পাঁচ সেশন বোলিংও করলাম। আগের থেকে ভালো লাগছে। এখনো আসলে বিপিএল আসতে প্রায় দুই সপ্তাহের বেশি বাকি আছে। তো ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সব ঠিক থাকলে ওইটা দিয়ে শুরু করার লক্ষ্য। এখন পর্যন্ত বিপিএলটাই ফাইনাল।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৪ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৫ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৬ ঘণ্টা আগে