টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এখানেই। কখনো প্রতিপক্ষকে বাগে পেয়েও সহজ জয় না পাওয়া। আবার কখনো ম্যাচই হেরে যেতে হয় এগিয়ে থাকা দলকে। সামর্থ্য দেখানোর দুর্দান্ত সুযোগ থাকে বলেই কোনো ব্যাটার বা বোলার একাই প্রতিপক্ষের মুখের হাসি কেড়ে নিতে পারেন।
হায়দরাবাদ টেস্টে ঠিক এ কাজটাই করেছেন ওলি পোপ। দুই দলের প্রথম ইনিংস শেষে ১৯০ রানে এগিয়ে থাকা ভারত যখন সহজ জয়ই দেখছিল ইংল্যান্ডের বিপক্ষে, ঠিক তখনই বুক চিতিয়ে মাঠে দাঁড়িয়ে পড়লেন পোপ। সময়টা আরও দুর্বিষহ হয়ে ওঠে ইংল্যান্ড যখন দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নামে। ১৬৩ রান ৫ উইকেট হারিয়ে তারা হয়তো তখন হারের প্রহর গুনছিল।
অন্যদিকে ভারতের মুখে হাসি ফুটছিল। কেননা, তখন পর্যন্ত ভারত ২৭ রানে এগিয়ে ছিল। তবে এর পরেই ভারতের মুখ থেকে হাসি মিইয়ে যেতে থাকে ধীরে ধীরে। যদিও শুরুটা তিনে নেমেই করেছিলেন পোপ। কিন্তু তাঁকে একা রেখে নিয়মিত বিরতিতে ড্রেসিংরুমে ফিরছিলেন সতীর্থরা।
তাই ষষ্ঠ উইকেট জুটি থেকেই মূলত পোপের লড়াইটা শুরু হয়। দলের শেষ স্বীকৃত ব্যাটার বেন ফোকসকে নিয়ে শুধু শুরুর ধাক্কাই সামলে নেননি, ইংল্যান্ডকে লড়াই করার মতো একটা পুঁজি এনে দেওয়ার ভিত তৈরি করেছিলেন তিনি। দুজনে ষষ্ঠ উইকেটে ১১২ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথে গত দিনই ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন পোপ। গতকাল ৩৪ রানে ফোকস বিদায় নিলে তাঁদের জুটি ভেঙে যায়।
পরে রেহান আহমেদকে তৃতীয় দিনের বাকি সময় শেষ করেছিলেন পোপ। গত দিন শেষে দলের ১২৬ রানের লিডকে আজ ২৩০ রানে দাঁড় করিয়েছেন এই ব্যাটার। তাঁকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন টম হার্টলি এবং গত দিনের অপরাজিত ব্যাটার রেহান। দুজনের সঙ্গেই ষাটোর্ধ্ব দুটি জুটি গড়েছেন। তাঁদের এই জুটিগুলোর ওপর ভর করেই ২৩১ রানের লক্ষ্য দিয়েও জয়ের স্বপ্ন দেখতে পারে ইংল্যান্ড। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম উইকেটে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ায় একটা রেকর্ডও হয়েছে। ভারতের মাটিতে প্রথমবার এমনটা হয়েছে। সব মিলিয়ে এই কীর্তিটি তিনবার হয়েছে।
আজ দিনের খেলাটা দেখেশুনেই শুরুটা করেছিলেন পোপ-রেহান জুটি। তবে খুব বেশিক্ষণ তাঁদের জুটিকে টিকতে দেননি জাসপ্রিত বুমরা। রেহানকে ২৮ রানে ফিরিয়ে দুই ইংলিশ ব্যাটারের ৬৪ রানের জুটি ভাঙেন তিনি। ব্যক্তিগত ১৬ রান নিয়ে দিন শুরু করেছিলেন রেহান। রেহান আউট হলেও দমে যাননি নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া পোপ।
অষ্টম উইকেটে অভিষিক্ত হার্টলিকে নিয়ে আরও বড় জুটি গড়েন পোপ। দুজনে ৮০ রানের জুটি গড়েন। তবে হার্টলিক ব্যক্তিগত ৩৪ রানে রবিচন্দ্রন অশ্বিন বোল্ড করলে নিজেই এবার একটা শঙ্কায় পড়েন পোপ। সেই শঙ্কাটা হচ্ছে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করতে পারবেন কি না। নবম ব্যাটার হিসেবে মার্ক উঠও শূন্য রানে ফিরে গেলে চাপটা আরও বেড়ে যায়।
কেননা, সে সময় ডাবল সেঞ্চুরির খুব কাছেই পোপ। বাউন্ডারি মারলেই ২০০ রানের ফিগার স্পর্শ করতে পারবেন। তাই শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় একটু ঝুঁকিই নিলেন। তবে সেটা ফলপ্রসূ হলো না। ১০৩ ওভার করতে আসা বুমরার প্রথম বল রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হলেন ২৬ বছর বয়সী ব্যাটার। তাঁর আউটের মধ্য দিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থাকে ৪২০ রানে।
এতে ভারতকে চাপে ফেললেও পোপের ৪ রানের আক্ষেপ থেকেই গেল। ২৭৮ বলে ১৯৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ২১ চারে। দুর্দান্ত ইনিংসটি খেলার পথে দুবার জীবন পেয়েছেন তিনি। ১১০ ও ১৮৬ রানের সময়। ডাবল সেঞ্চুরি করতে পারলে অ্যান্ডি ফ্লাওয়ার (২৩২*) ও ব্রেন্ডন ম্যাককালামের (২২৫) পাশে বসতে পারতেন। ভারতের মাঠে সফরকারী দলের ব্যাটার হিসেবে এ দুই কিংবদন্তিই দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন। ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতের সেরা বোলার বুমরা।
টেস্ট ক্রিকেটের সৌন্দর্য এখানেই। কখনো প্রতিপক্ষকে বাগে পেয়েও সহজ জয় না পাওয়া। আবার কখনো ম্যাচই হেরে যেতে হয় এগিয়ে থাকা দলকে। সামর্থ্য দেখানোর দুর্দান্ত সুযোগ থাকে বলেই কোনো ব্যাটার বা বোলার একাই প্রতিপক্ষের মুখের হাসি কেড়ে নিতে পারেন।
হায়দরাবাদ টেস্টে ঠিক এ কাজটাই করেছেন ওলি পোপ। দুই দলের প্রথম ইনিংস শেষে ১৯০ রানে এগিয়ে থাকা ভারত যখন সহজ জয়ই দেখছিল ইংল্যান্ডের বিপক্ষে, ঠিক তখনই বুক চিতিয়ে মাঠে দাঁড়িয়ে পড়লেন পোপ। সময়টা আরও দুর্বিষহ হয়ে ওঠে ইংল্যান্ড যখন দ্বিতীয় ইনিংস ব্যাটিং করতে নামে। ১৬৩ রান ৫ উইকেট হারিয়ে তারা হয়তো তখন হারের প্রহর গুনছিল।
অন্যদিকে ভারতের মুখে হাসি ফুটছিল। কেননা, তখন পর্যন্ত ভারত ২৭ রানে এগিয়ে ছিল। তবে এর পরেই ভারতের মুখ থেকে হাসি মিইয়ে যেতে থাকে ধীরে ধীরে। যদিও শুরুটা তিনে নেমেই করেছিলেন পোপ। কিন্তু তাঁকে একা রেখে নিয়মিত বিরতিতে ড্রেসিংরুমে ফিরছিলেন সতীর্থরা।
তাই ষষ্ঠ উইকেট জুটি থেকেই মূলত পোপের লড়াইটা শুরু হয়। দলের শেষ স্বীকৃত ব্যাটার বেন ফোকসকে নিয়ে শুধু শুরুর ধাক্কাই সামলে নেননি, ইংল্যান্ডকে লড়াই করার মতো একটা পুঁজি এনে দেওয়ার ভিত তৈরি করেছিলেন তিনি। দুজনে ষষ্ঠ উইকেটে ১১২ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথে গত দিনই ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন পোপ। গতকাল ৩৪ রানে ফোকস বিদায় নিলে তাঁদের জুটি ভেঙে যায়।
পরে রেহান আহমেদকে তৃতীয় দিনের বাকি সময় শেষ করেছিলেন পোপ। গত দিন শেষে দলের ১২৬ রানের লিডকে আজ ২৩০ রানে দাঁড় করিয়েছেন এই ব্যাটার। তাঁকে অবশ্য যোগ্য সঙ্গ দিয়েছেন টম হার্টলি এবং গত দিনের অপরাজিত ব্যাটার রেহান। দুজনের সঙ্গেই ষাটোর্ধ্ব দুটি জুটি গড়েছেন। তাঁদের এই জুটিগুলোর ওপর ভর করেই ২৩১ রানের লক্ষ্য দিয়েও জয়ের স্বপ্ন দেখতে পারে ইংল্যান্ড। ষষ্ঠ, সপ্তম ও অষ্টম উইকেটে পঞ্চাশোর্ধ্ব জুটি গড়ায় একটা রেকর্ডও হয়েছে। ভারতের মাটিতে প্রথমবার এমনটা হয়েছে। সব মিলিয়ে এই কীর্তিটি তিনবার হয়েছে।
আজ দিনের খেলাটা দেখেশুনেই শুরুটা করেছিলেন পোপ-রেহান জুটি। তবে খুব বেশিক্ষণ তাঁদের জুটিকে টিকতে দেননি জাসপ্রিত বুমরা। রেহানকে ২৮ রানে ফিরিয়ে দুই ইংলিশ ব্যাটারের ৬৪ রানের জুটি ভাঙেন তিনি। ব্যক্তিগত ১৬ রান নিয়ে দিন শুরু করেছিলেন রেহান। রেহান আউট হলেও দমে যাননি নিঃসঙ্গ শেরপার মতো লড়ে যাওয়া পোপ।
অষ্টম উইকেটে অভিষিক্ত হার্টলিকে নিয়ে আরও বড় জুটি গড়েন পোপ। দুজনে ৮০ রানের জুটি গড়েন। তবে হার্টলিক ব্যক্তিগত ৩৪ রানে রবিচন্দ্রন অশ্বিন বোল্ড করলে নিজেই এবার একটা শঙ্কায় পড়েন পোপ। সেই শঙ্কাটা হচ্ছে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করতে পারবেন কি না। নবম ব্যাটার হিসেবে মার্ক উঠও শূন্য রানে ফিরে গেলে চাপটা আরও বেড়ে যায়।
কেননা, সে সময় ডাবল সেঞ্চুরির খুব কাছেই পোপ। বাউন্ডারি মারলেই ২০০ রানের ফিগার স্পর্শ করতে পারবেন। তাই শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার সময় একটু ঝুঁকিই নিলেন। তবে সেটা ফলপ্রসূ হলো না। ১০৩ ওভার করতে আসা বুমরার প্রথম বল রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হলেন ২৬ বছর বয়সী ব্যাটার। তাঁর আউটের মধ্য দিয়ে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস থাকে ৪২০ রানে।
এতে ভারতকে চাপে ফেললেও পোপের ৪ রানের আক্ষেপ থেকেই গেল। ২৭৮ বলে ১৯৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ২১ চারে। দুর্দান্ত ইনিংসটি খেলার পথে দুবার জীবন পেয়েছেন তিনি। ১১০ ও ১৮৬ রানের সময়। ডাবল সেঞ্চুরি করতে পারলে অ্যান্ডি ফ্লাওয়ার (২৩২*) ও ব্রেন্ডন ম্যাককালামের (২২৫) পাশে বসতে পারতেন। ভারতের মাঠে সফরকারী দলের ব্যাটার হিসেবে এ দুই কিংবদন্তিই দ্বিতীয় ইনিংসে ডাবল সেঞ্চুরি করতে পেরেছেন। ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারতের সেরা বোলার বুমরা।
টেস্ট ক্রিকেটে বিদায় বলার তিন মাসও পূর্ণ হয়নি রোহিত শর্মার। খেলোয়াড় হিসেবে এবার তাই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই রোহিত। কিন্তু যে ভারতের হয়ে ২০০৭ সাল থেকে খেলছেন, সেই দলের (ভারত) টানে এবার লন্ডনের ওভালে এসেছেন রোহিত।
৩ মিনিট আগেলন্ডনের ওভালে টেস্টে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ২৬৩ রান করে জয়ের কীর্তি ইংল্যান্ডের। ১৯০২ সালে সেই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া। ইংলিশদের সামনে এবার নিজেদেরই ১২৩ বছরের পুরোনো রেকর্ড ভাঙার হাতছানি। ওভালে সিরিজের পঞ্চম টেস্টে ইংল্যান্ডের সামনে ৩৭৪ রানের লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে ভারত।
৪০ মিনিট আগেভারত সেমিফাইনালে না খেলায় পাকিস্তান সরাসরি উঠে যায় ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) ফাইনালে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে পাকিস্তান বিন্দুমাত্র পাত্তা পায়নি। এবি ডি ভিলিয়ার্সের ঝোড়ো সেঞ্চুরিতেই পাকিস্তান চ্যাম্পিয়নস হয়ে যায় স্তব্ধ। একতরফা ফাইনালের পর রহস্যময় পোস্ট দিয়েছেন সুরেশ রা
১ ঘণ্টা আগেসভাপতির দায়িত্ব নিয়ে আমিনুল ইসলাম বুলবুল ঘোষণা দিয়েছিলেন, তাঁর প্রথম লক্ষ্য হলো, দেশব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়া। আর ক্রিকেট বিকেন্দ্রীকরণের প্রথম শর্ত, দেশব্যাপী ভালো মানের কোচিং ছড়িয়ে দেওয়া। সেই লক্ষ্যে বিসিবি এখন জোর দিয়েছে গেম এডুকেশনে।
২ ঘণ্টা আগে