Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফির আগে হঠাৎ অবসরের ঘোষণা অস্ট্রেলিয়ার ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক    
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মার্কাস স্টয়নিস। ছবি: ক্রিকইনফো
ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মার্কাস স্টয়নিস। ছবি: ক্রিকইনফো

অস্ট্রেলিয়ার ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দলে ছিলেন মার্কাস স্টয়নিস। তবে টুর্নামেন্ট শুরু হতে যখন দুই সপ্তাহও বাকি নেই, তখন জানা গেল আইসিসির ইভেন্টে তিনি থাকছেন না। কারণ, ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেস বোলিং অলরাউন্ডার।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) আজ এক বিবৃতিতে জানিয়েছে, তাৎক্ষণিক প্রভাবে ওয়ানডে থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন স্টয়নিস। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার মনোযোগ দিতে চান। স্টয়নিস বলেন, ‘অস্ট্রেলিয়ার হয়ে ওয়ানডে ক্রিকেট খেলা অসাধারণ এক যাত্রা। যেসব মুহূর্ত পেয়েছি এখানে, তাতে আমি কৃতজ্ঞ। নিজের দেশকে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন আমি সব সময় দেখেছি।’

২০১৫-এর সেপ্টেম্বরে লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডেতে পথচলা শুরু স্টয়নিসের। ২০২৪ পর্যন্ত ৯ বছরে ৭১ ওয়ানডে খেলেছেন তিনি। দীর্ঘদিন ধরে খেলে এই সংস্করণ থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। এক্ষেত্রে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের কথা স্টয়নিস উল্লেখ করেছেন। স্টয়নিস বলেন, ‘সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না। তবে আমার বিশ্বাস ওয়ানডে থেকে সরে যাওয়ার এটাই উপযুক্ত সময় এবং জীবনের পরবর্তী অধ্যায়ের দিকে মনোযোগ দিতে চাই। রনের (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) সঙ্গে আমার সম্পর্ক অসাধারণ এবং তাঁর থেকে যে সমর্থন পেয়েছি, সেটার প্রশংসা আমি করছি।’

১ সেঞ্চুরি ও ৬ ফিফটিতে ওয়ানডেতে স্টয়নিস করেছেন ১৪৯৫ রান। ২৬.৬৯ গড়টা সাদামাটা হলেও স্ট্রাইকরেট ৯৩.৯৬। মিডল অর্ডারে নেমে প্রায়ই ম্যাচের গতিপথ পাল্টে দিতেন তিনি। বোলিংয়ে নিয়েছেন ৪৮ উইকেট। সবশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের ১০ নভেম্বর পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে। হাইব্রিড মডেলে ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে না খেললেও দলের অনুপ্রেরণা হিসেবে কাজ করবের স্টয়নিস। ৩৫ বছর বয়সী অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার বলেন, ‘পাকিস্তানে ছেলেদের উৎসাহ দেব আমি।’

এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ‘বি’ গ্রুপে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া। ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে অজিরা। প্রোটিয়া ও আফগানদের বিপক্ষে অজিরা খেলবে ২৫ ও ২৮ ফেব্রুয়ারি। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া-আফগানিস্তান ম্যাচ দুটি হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিসহ সব ধরনের টি-টোয়েন্টিতেই এখন স্টয়নিসকে পাওয়া যাবে। ২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন ৭৪ ম্যাচ। কদিন আগে শেষ হওয়া বিগ ব্যাশে মেলবোর্ন স্টারসকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ২০২৫ আইপিএলে অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার খেলবেন পাঞ্জাব কিংসের হয়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত