Ajker Patrika

ঝড়ের ইঙ্গিত দিয়েও পারলেন না গেইল, ঢাকার লক্ষ্য ১৩০ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঝড়ের ইঙ্গিত দিয়েও পারলেন না গেইল, ঢাকার লক্ষ্য ১৩০ 

টানা দুই ম্যাচ হেরে এমনিই চাপে আছে মিনিস্টার গ্রুপ ঢাকা। প্লে অফে ওঠার লড়াইয়ে টিকে থাকতে ফরচুন বরিশালের বিপক্ষে এই ম্যাচে জয়টা গুরুত্বপূর্ণ রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটির। এমন সমীকরণ মাথায় নিয়ে মাঠে নেমেছে তারকা ঠাসা ঢাকা। মাচে টস হেরে আগে ব্যাটিং করে ঢাকাকে ১৩০ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল।

ঝড় তোলার ইঙ্গিত দিয়েও থামতে হয়েছে এবারের বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নামা ক্রিস গেইলকে। ৩ চার ও ২ ছক্কা মারলেও আজ স্বভাববিরুদ্ধ গেইলকেই দেখা গেছে। ৩০ বলে ৩৬ রান করা ক্যারিবীয় মহাতারকা ইসুরু উদানাকে তুলে মারতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন। 

বিপিএলে প্রথম দুই দিন দুপুরের ম্যাচ হয়েছে লো স্কোরিং। ঢাকা-বরিশাল ম্যাচও ব্যতিক্রম হলো না। 

আজ কিছুটা দেখেশুনে ইনিংস শুরু করেছিল বরিশাল। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারায় তারা। নাজমুল হোসেনকে শান্তকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন শুভাগত হোম। পরের দুই ওভারে সৈকত আলী ও তৌহিদ হৃদয়ও ফেরেন। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বরিশাল। 

তিন টপ অর্ডার ফেরার পর উইকেটে আসেন গেইল। সাকিব আল হাসানকে নিয়ে চতুর্থ উইকেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন তিনি। দুজনে যোগ করেন ১৯ বলে ৩৩ রান। রুবেল হোসেনের বলে সাকিব উইকেটের পেছনে ক্যাচ দিলে ভাঙে এ জুটি। ১৯ বলে ২৩ রান করে আউট হন বরিশাল অধিনায়ক সাকিব। 

শেষ দিকে ডোয়াইন ব্রাভোর ২৬ বলে ৩৩ রানের সুবাদে ৮ উইকেটে ১২৯ রানের সংগ্রহ পায় বরিশাল। ঢাকার হয়ে দুটি করে উইকেট নিয়েছেন দুই বিদেশি আন্দ্রে রাসেল ও ইসুরু উদানা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছেলের লাশ পেতে পুলিশের হয়রানির শিকার হতে হয়েছে

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

সচিবালয়ে শিক্ষার্থীদের মারধরের প্রতিবাদে সিপিবি-বাসদের ওয়াকআউট

এইচএসসির স্থগিত ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা একই দিনে: শিক্ষা উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত