Ajker Patrika

বাংলাদেশের মেয়েদের সামনে পাত্তাই পেল না যুক্তরাষ্ট্র

আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ১৯: ৫৫
বাংলাদেশের মেয়েদের সামনে পাত্তাই পেল না যুক্তরাষ্ট্র

একের পর এক হারে যখন ব্যর্থতার বৃত্তেই বন্দী বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল, তখন সুখবর দিয়েই চলেছেন মেয়েরা। জিম্বাবুয়েকে তাদেরই মাটিতে ধবলধোলাইয়ের পর বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে পাকিস্তান বধ করছে বাংলাদেশের মেয়েরা। এরপর আজ ব্যক্তিগত সাফল্যে নতুন চূড়া স্পর্শ করে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দিলেন শারমিন-নিগাররা। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্ত। বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে এটিই প্রথম সেঞ্চুরি। তবে যুক্তরাষ্ট্র মেয়ে দলের ওয়ানডে স্বীকৃতি নেই বলে এ ম্যাচটি লিস্ট ‘এ’ হিসেবে বিবেচনা করছে আইসিসি। 

শারমিনের আগে এত দিন সালমা খাতুনের অপরাজিত ৭৫ রানের ইনিংসটি ছিল সর্বোচ্চ। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ইনিংসটি উপহার দিয়েছিলেন তিনি। হারারেতে শারমিনের সেঞ্চুরিতে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে ৫৩ গুটিয়ে যায় মার্কিন মেয়েরা। 

শারমিনের সেঞ্চুরির দিনে ফারজানা হক করেছেন ৬৭ রান, মুর্শিদা খাতুন খেলেছেন ৪৭ রানের ইনিংস। তাঁদের সঙ্গে তিনে নামা নিগার সুলতানার ২৬ বলে ৩৩ রানের সুবাদে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে গড়েছে ৩২২ রানের পাহাড়।  

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়েছে মার্কিন মেয়েরা। ১৫ ওভারে ২৬ রান নিতেই হারায় ৪ উইকেট। এরপর ৩০.৩ ওভারে ৫২ রানে যেতেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, ফাহিমা ও রুমানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত