Ajker Patrika

খাজার ‘কামব্যাক’ সেঞ্চুরিতে সিডনিতে অস্ট্রেলিয়ার দাপট

আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৫: ০৪
খাজার ‘কামব্যাক’ সেঞ্চুরিতে সিডনিতে অস্ট্রেলিয়ার দাপট

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের পর সিডনিতে দ্বিতীয় দিনে পুরোটা অস্ট্রেলিয়ার দাপট। আরও নির্দিষ্ট করে বললে দ্বিতীয় দিন আলোর পুরোটা জুড়ে উসমান খাজা। দুই বছরের বেশি সময় পর দলে ফেরাটা এই বাঁহাতি ব্যাটার রাঙিয়েছেন দারুণ এক সেঞ্চুরিতে। 

লিডসে ২০১৯ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন খাজা। এরপর আর ম্যাচ খেলার সুযোগ পাননি। এবারের অ্যাশেজে ট্রাভিস হেডের কাছে জায়গা হারিয়েছেন। হেড করোনায় আক্রান্ত হওয়ার পর চতুর্থ টেস্টে একাদশে সুযোগ মিলল। প্রথম সুযোগটাই দুহাত পুরে নিয়েছেন খাজা। 

টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরির পর খাজার উদযাপনই বলে দিচ্ছিল এই সুযোগটার জন্য কত দিনের অপেক্ষায় ছিলেন তিনি। তাঁর ১৩৭ রানের দুর্দান্ত ইনিংসে ৮ উইকেটে ৪১৬ রানে ইনিংসের সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়া। অজিদের ইনিংসে ফিফটি ছাড়ানো ইনিংস আর মাত্র একটি। 

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬৭ রান আসে স্টিভ স্মিথের ব্যাট থেকে। খাজার ১৩৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১৩টি চারের মারে। স্টুয়ার্ট ব্রডের চতুর্থ শিকার হয়ে ফেরার আগে ৪১০ মিনিট আর ২৬০ বল উইকেটে ছিলেন খাজা। পরে প্যাট কামিন্সকে জস বাটলারের ক্যাচ বানিয়ে ক্যারিয়ারের ১৯তম পাঁচ উইকেট পূর্ণ করেন ব্রড। 

৪১৬ রানে ইনিংসের সমাপ্তি টেনে ইংল্যান্ডকে শেষ বিকেলে ব্যাটিংয়ে পাঠান কামিন্স। কোনো উইকেট না হারিয়ে ১৩ রান তুলে দিন শেষ করেছেন দুই ওপেনার হাসিব হামিদ আর জ্যাক ক্রাউলি। যদিও আউট হতে পারতেন ক্রাউলি। মিচেল স্টার্কের বলে ডেভিড ওয়ার্নারের ক্যাচ হলেও নো-বল হওয়ায় বেঁচে যান সে যাত্রায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

ডিটারজেন্ট, তেল ও সোডা দিয়ে ভেজাল দুধ তৈরি, সরবরাহ মিল্ক ভিটায়

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান—৯৯৯–এ স্বামীর ফোন

১৫৮ বছর আগে হারানো আলাস্কাতেই কি ইউক্রেনের জমি লিখে নেবে রাশিয়া

জট খুলছে ব্ল্যাংক স্মার্ট কার্ড ক্রয়ের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত