নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাঠে দিল্লি ক্যাপিটালস। আর কোয়ারেন্টিন জটিলতার কারণে মোস্তাফিজুর রহমান থাকলেন হোটেল। তাঁর অনুপস্থিতি শুরুতেই টের পেল দিল্লি ক্যাপিটালস। দিল্লির সাদামাটা বোলিং পারেনি মুম্বাই ইন্ডিয়ানসের গভীর ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে। বরং রোহিত-কিশানরাই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল। রান তাড়ায় শুরুর বিপর্যয়ের পর শেষের ঝড়ে এই চ্যালেঞ্জ উতরে গেল দিল্লি।
আজ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল শুরু করল মোস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৭ রান করে রোহিতের মুম্বাই। রান তাড়ায় ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঋষভ পন্তের দিল্লি।
মুম্বাইর শক্তিশালী বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। রোহিত ৪১ রানের ইনিংস খেলেছেন ৩২ বলে। চারটি চার ও দুটি ছক্কা ছিল তাঁর ইনিংসে। কিশান ৪৮ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংসে থাকলেন অপরাজিত। ১১টি চার ও দুই ছক্কার ওপর দাঁড়িয়ে ইনিংস সাজান তিনি। শেষ দিকে তিলক বর্ম ২২ ও টিম ডেভিড ১২ রানে বিদায় নেন।
মুম্বাইর পতন হওয়া ৫ উইকেটের ৩টি নিয়েছেন চায়ানম্যান খ্যাত কুলদীপ যাদব। বাকি ২ উইকেট গেছে পেসার খালেদ আহমেদের ঝুলিতে। এই দুজন দারুণ বল করলেও অন্যদের লাগাম ছাড়া বোলিং চাপে ফেলে দেয় দিল্লিকে। ১৭৮ রানের লক্ষ্যটাও তাই অনেক দূর মনে হচ্ছিল। সেটা পাহাড়সম হয়ে উঠল পঞ্চম ওভারে ৩২ রানে ৩ উইকেট খোয়া যাওয়ায়।
এরপর পৃথ্বী শ ও ললিত যাদবের ৪০ রানে জুটিতে শুরু হয় দিল্লির লড়াই। ২৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন পৃথ্বী। আরেক ওপেনার টিম সিফার্ট ১৪ বলে ২১ রানে আউট হন। মিডল অর্ডার ব্যাটার ললিত যাদব উইকেটে মাটি কামড়ে পড়ে থাকলেন। ভীষণ চাপে পড়েন তিনি আরেক দফা ধসে। কয়েক মিনিটের ব্যবধানে দিল্লি হারায় ৩ উইকেট।
১৪ তম আউট হন শার্দুল ঠাকুর। দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে ফেরেন তিনি। ফেরার আগে ২২ রানে ক্যামিও ইনিংস খেলে দলকে রেখে যান লড়াইয়ে। তাঁর আউটের পর উইকেটে এসেই অক্ষর প্যাটেল শুরু করেন ঝড়। সেই ঝড়ে এলোমেলো মুম্বাইর জয়ের স্বপ্ন। ১৭ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৩৮ রান করেন প্যাটেল। আর ললিত ৩৮ বলে ৪টি চার ও ২ ছক্কায় করেন ৪৮ রান।
মম্বাইর পক্ষে চার ওভারে ৩৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন বাসিল থাম্পি। সমান ওভারে ১৪ রানে মুরুগান অশ্বিনের শিকার ২টি। তবে ম্যাচ সেরা হয়েছেন দিল্লি স্পিনার কুলদীপ। চার ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন ভারতীয় ‘চায়ানম্যান’।
মাঠে দিল্লি ক্যাপিটালস। আর কোয়ারেন্টিন জটিলতার কারণে মোস্তাফিজুর রহমান থাকলেন হোটেল। তাঁর অনুপস্থিতি শুরুতেই টের পেল দিল্লি ক্যাপিটালস। দিল্লির সাদামাটা বোলিং পারেনি মুম্বাই ইন্ডিয়ানসের গভীর ব্যাটিং লাইনআপকে চাপে রাখতে। বরং রোহিত-কিশানরাই কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিল। রান তাড়ায় শুরুর বিপর্যয়ের পর শেষের ঝড়ে এই চ্যালেঞ্জ উতরে গেল দিল্লি।
আজ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন ও স্বাগতিক মুম্বাই ইন্ডিয়ান্সকে ৪ উইকেটে হারিয়ে আইপিএল শুরু করল মোস্তাফিজদের দিল্লি ক্যাপিটালস। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৭ রান করে রোহিতের মুম্বাই। রান তাড়ায় ১০ বল ও ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ঋষভ পন্তের দিল্লি।
মুম্বাইর শক্তিশালী বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন দুই ওপেনার রোহিত শর্মা ও ইশান কিশান। রোহিত ৪১ রানের ইনিংস খেলেছেন ৩২ বলে। চারটি চার ও দুটি ছক্কা ছিল তাঁর ইনিংসে। কিশান ৪৮ বলে ৮১ রানের বিধ্বংসী ইনিংসে থাকলেন অপরাজিত। ১১টি চার ও দুই ছক্কার ওপর দাঁড়িয়ে ইনিংস সাজান তিনি। শেষ দিকে তিলক বর্ম ২২ ও টিম ডেভিড ১২ রানে বিদায় নেন।
মুম্বাইর পতন হওয়া ৫ উইকেটের ৩টি নিয়েছেন চায়ানম্যান খ্যাত কুলদীপ যাদব। বাকি ২ উইকেট গেছে পেসার খালেদ আহমেদের ঝুলিতে। এই দুজন দারুণ বল করলেও অন্যদের লাগাম ছাড়া বোলিং চাপে ফেলে দেয় দিল্লিকে। ১৭৮ রানের লক্ষ্যটাও তাই অনেক দূর মনে হচ্ছিল। সেটা পাহাড়সম হয়ে উঠল পঞ্চম ওভারে ৩২ রানে ৩ উইকেট খোয়া যাওয়ায়।
এরপর পৃথ্বী শ ও ললিত যাদবের ৪০ রানে জুটিতে শুরু হয় দিল্লির লড়াই। ২৪ বলে ৪টি চার ও ২ ছক্কায় ৩৮ রান করেন পৃথ্বী। আরেক ওপেনার টিম সিফার্ট ১৪ বলে ২১ রানে আউট হন। মিডল অর্ডার ব্যাটার ললিত যাদব উইকেটে মাটি কামড়ে পড়ে থাকলেন। ভীষণ চাপে পড়েন তিনি আরেক দফা ধসে। কয়েক মিনিটের ব্যবধানে দিল্লি হারায় ৩ উইকেট।
১৪ তম আউট হন শার্দুল ঠাকুর। দলের ষষ্ঠ ব্যাটার হিসেবে ফেরেন তিনি। ফেরার আগে ২২ রানে ক্যামিও ইনিংস খেলে দলকে রেখে যান লড়াইয়ে। তাঁর আউটের পর উইকেটে এসেই অক্ষর প্যাটেল শুরু করেন ঝড়। সেই ঝড়ে এলোমেলো মুম্বাইর জয়ের স্বপ্ন। ১৭ বলে ২টি চার ও ৩ ছক্কায় ৩৮ রান করেন প্যাটেল। আর ললিত ৩৮ বলে ৪টি চার ও ২ ছক্কায় করেন ৪৮ রান।
মম্বাইর পক্ষে চার ওভারে ৩৫ রানের বিনিময়ে ৩ উইকেট নেন বাসিল থাম্পি। সমান ওভারে ১৪ রানে মুরুগান অশ্বিনের শিকার ২টি। তবে ম্যাচ সেরা হয়েছেন দিল্লি স্পিনার কুলদীপ। চার ওভারে ১৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন ভারতীয় ‘চায়ানম্যান’।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৮ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২১ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে