Ajker Patrika

এবার করোনার থাবায় হুমকির মুখে উইন্ডিজের পাকিস্তান সফর

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১৫: ২৪
এবার করোনার থাবায় হুমকির মুখে উইন্ডিজের পাকিস্তান সফর

নিরাপত্তার শঙ্কায় অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান সফর স্থগিত করেছিল নিউজিল্যান্ড-ইংল্যান্ড। আবার সফর স্থগিতের শঙ্কায় পড়েছে পাকিস্তান। এবার নিরাপত্তা নয়, করোনা থাবা দিয়েছে পাকিস্তান সফরে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলে। 

টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন করোনায় আক্রান্ত হয়ে ছিটকে যান তিন ক্রিকেটার। এবার নতুন করে ক্যারিবিয়ানদের আরও তিন ক্রিকেটার করোনা পজিটিভ হয়েছেন। সঙ্গে আছেন কোচিং স্টাফের সদস্যও। হুমকির মুখে পড়েছে ওয়েস্ট ইন্ডিজের পাকিস্তান সফর।

এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) জানিয়েছে, আক্রান্ত তিন খেলোয়াড় সিরিজের আগামী ম্যাচগুলো খেলতে পারবেন না। দুই কোচিং স্টাফসহ পাঁচজনকে স্কোয়াড থেকে আলাদা করা হয়েছে। মেডিকেল অফিশিয়ালদের অধীনে তাঁদের যত্ন নেওয়া ও পর্যবেক্ষণ করা হচ্ছে। পিসিআর টেস্টে নেগেটিভ ফল না আসা পর্যন্ত তাঁদের ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। 

নতুন তিন ক্রিকেটার হলেন—ওয়ানডে দলের অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটার শেই হোপ, আকিল হোসেইন ও জাস্টিন গ্রিভস। কোচিং স্টাফের মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন সহকারী কোচ রডি এস্টউইক ও দলের চিকিৎসক অক্ষয় মানসিংহ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার মাধ্যমে সিরিজের ভবিষ্যৎ নির্ধারণ করার কথা জানিয়েছে ক্রিকেট সিডব্লিউআই। 

ছয় ক্রিকেটার করোনা পজিটিভ হওয়ার পাশাপাশি ডেভন থমাসকেও পাচ্ছে না ক্যারিবিয়ানরা। আঙুলের চোটে ভুগছেন তিনি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চোটে পড়ে দ্বিতীয় ম্যাচে খেলেননি তিনি। প্রথম দুই টি-টোয়েন্টি জিতে এরই মধ্যে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় করাচিতে তৃতীয় টি-টোয়েন্টি মাঠে গড়ানোর কথা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

আক্কেলপুরে পুলিশের মোটরসাইকেলের ধাক্কায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রী নিহত

আপিল বিভাগে ঝুলে আছে আবেদন, এখনো কনডেম সেলে অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত