Ajker Patrika

চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচেই বাংলাদেশের আম্পায়ার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ০৫
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচের আম্পায়ার সৈকত। ছবি: ফেসবুক
চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচের আম্পায়ার সৈকত। ছবি: ফেসবুক

১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। করাচি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মাঠে তাঁর সঙ্গী থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো।

এক বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রুপ পর্বের ম্যাচের জন্য আম্পায়ারদের তালিকা ঘোষণা করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচ ছাড়াও ২৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিতব্য আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসনের সঙ্গে মাঠের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন সৈকত। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে (১ মার্চ)। ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান ম্যাচে চতুর্থ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে তাঁকে।

আইসিসির এলিট প্যানেলে থাকায় সৈকতকে এখন বিদেশের দ্বিপক্ষীয় সিরিজে দেখা যাচ্ছে নিয়মিত। ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে আম্পায়ারিং করেছেন তিনি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে যশস্বী জয়সওয়ালের আউটের সিদ্ধান্ত নিয়ে সৈকত বেশ সাড়া ফেলে দিয়েছিলেন। কাজ করেছেন চলমান ভারত-ইংল্যান্ড সিরিজেও।

চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ অফিশিয়ালদের তালিকা

আম্পায়ার: শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, আহসান রাজা, পল রাইফেল, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন

ম্যাচ রেফারি: ডেভিড বুন, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত