Ajker Patrika

৪ বছর পর জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ১২: ৩১
৪ বছর পর জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান

সীমিত ওভারের সিরিজ খেলতে এ বছরের শেষ দিকে জিম্বাবুয়ে সফরে যাবে পাকিস্তান ক্রিকেট দল। জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, সমান তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে দুই দল। 

নভেম্বর ও ডিসেম্বরে হবে সাদা বলের এই সিরিজ। সব ম্যাচ হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। আজ এমনটাই জানিয়েছে ক্রিকেট-ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ। 

ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে ২৪, ২৬ ও ২৮ নভেম্বর। আর ১, ৩ ও ৫ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি। 

চার বছর পর এবারই প্রথম জিম্বাবুয়ে সফরে যাচ্ছে পাকিস্তান। সবশেষ ২০২০-২১ মৌসুমে হারারাতে দুই ম্যাচের টেস্ট সিরিজ জিতেছিল সফরকারী পাকিস্তান দল। সেই মৌসুমের পর এবারই প্রথম ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে তারা। শেষবারের দেখায় ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। 

মনে করা হচ্ছে, এই সিরিজ দিয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি সারবে পাকিস্তান। নিজেদের মাটিতে ফেব্রুয়ারি-মার্চে এই টুর্নামেন্ট আয়োজন করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত