Ajker Patrika

গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারের পাশে তামিম, বিসিবিও করবে সহায়তা

অনলাইন ডেস্ক
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ১৯: ৩৪
গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারকে ৫ লাখ টাকার চেক দিলেন তামিম। ছবি: আজকের পত্রিকা
গ্র্যান্ডমাস্টার জিয়ার পরিবারকে ৫ লাখ টাকার চেক দিলেন তামিম। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

মিরপুরের ইনডোরে আজ গ্র্যান্ডমাস্টার জিয়ার স্ত্রী লাবন্য এবং ছেলে তাহসিনের হাতে পাঁচ লাখ টাকার একটি চেক তুলে দেন তামিম। কিংবদন্তি দাবাড়ু জিয়ার যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও তামিম দিয়েছেন। তামিমের এই সাহায্য ও সহানুভূতিতে অভিভূত হন জিয়ার পরিবার। সংবাদমাধ্যমকে জিয়ার স্ত্রী লাবন্য বলেন, ‘তামিম আমাকে বলল যেকোনো সমস্যায় যেন তার সঙ্গে যোগাযোগ রাখি। আর তাহসিনকে বলল পড়াশোনা ও খেলায় মনোযোগ দিতে। সে বলে, আমি তোমাকে পাঁচ লাখ টাকা দিলাম, কিন্তু এটা তোমার বাবার জন্য কিছুই না।’

জিয়ার মতো তাঁর ছেলে তাহসিনও একজন দাবাড়ু হিসেবে গড়ে উঠছে। বাবাকে হারানোর পর তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে উঠলেও, তামিমের মতো বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) পাশে থাকার আগ্রহ প্রকাশ করেছে। কিংবদন্তু দাবাড়ুর স্ত্রী আরও জানান, তাহসিনের দাবা খেলার জন্য বিসিবির সহায়তা প্রয়োজন হলে সভাপতি ফারুক আহমেদের কাছে আবেদন করতে বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আশ্বাস দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

মুক্তি পেয়ে আ.লীগ নেতার ভিডিও বার্তা, বেআইনি বলল বিএনপি

গাড়ি কেনার টাকা না দেওয়ায় স্ত্রীকে মারধর, নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যুদ্ধবিমানের ২৫০ ইঞ্জিন কিনছে ভারত, ফ্রান্সের সঙ্গে ৬১ হাজার কোটি রুপির চুক্তি

সালাহউদ্দিনকে নিয়ে বিষোদ্‌গার: চকরিয়ায় এনসিপির পথসভার মঞ্চে বিএনপির হামলা-ভাঙচুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত