ক্রিকেটের প্রচলিত কিছু নিয়মে পরিবর্তন আসছে। এমসিসির বৈঠকে প্রাথমিকভাবে স্বীকৃতি পেয়েছে নিয়ম বদলের বিষয়গুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী ১ অক্টোবর থেকে চালু হবে এসব নতুন নিয়ম।
নতুন নিয়মগুলোর মধ্যে উললেখযোগ্য একটি হলো ক্যাচ-আউটের সময় দুই ব্যটারের প্রান্ত বদলের বিষয়টি। এত দিন ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটার পরস্পরকে অতিক্রম করলে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্তে এসে দাঁড়াতেন। তবে সেই নিয়ম আর থাকছে না। নতুন নিয়মে কোনো ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ব্যাটারকে সরাসরি এসে স্ট্রাইক নিতে হবে। অতিক্রম করার বিষয়টি আর বিবেচনায় নেওয়া হবে না। একমাত্র ওভারের শেষ বলে ব্যাটসম্যান ক্যাচ-আউট হলে স্বাভাবিকভাবে যেমন বোলিং প্রান্ত বদল হয়, সে ক্ষেত্রে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্ত থেকে নিজের ইনিংস শুরু করবেন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এরই মধ্যে তাদের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে এই নিয়ম চালু করেছে। ঘরোয়া ক্রিকেটেও নতুন এই নিয়ম প্রয়োগ হয়েছে। দ্য হান্ড্রেডের এই নিয়ম আগামী ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও চালু হতে যাচ্ছে। বাকি দুটি নিয়মের একটি শুরু হয়েছে করোনা-পরবর্তী ক্রিকেটে। করোনার ঝুঁকি কমাতে অতিমারির পর ক্রিকেটে লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। এমসিসি দেখেছে, এর পরেও বোলাররা সুইং পাচ্ছে, অর্থাৎ সুইংয়ে খুব একটা প্রভাব পড়েনি। ঘাম ব্যবহার করার পর বল সুইং হচ্ছিল। বলে লালা লাগানোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
সর্বশেষ নিয়মের সঙ্গেও মোটামুটি সবাই অভ্যস্ত। খেলা চলার সময় ওভারের মধ্যে মাঠে কোনো ব্যক্তি, প্রাণী বা অন্য কোনো কারণে খেলা বিঘ্ন হলে ডেড বল দেওয়া হবে। মাঝেমধ্যে দেখা যায় ম্যাচের মধ্যেই মাঠে দর্শক ঢুকে পড়ে, কখনো কোনো পশু-পাখি ম্যাচ প্রভাবিত করে। এতে কোনো পক্ষের কোনো ক্ষতি হলে আম্পায়ার সেটিকে ডেড বল দেবেন।
ক্রিকেটের প্রচলিত কিছু নিয়মে পরিবর্তন আসছে। এমসিসির বৈঠকে প্রাথমিকভাবে স্বীকৃতি পেয়েছে নিয়ম বদলের বিষয়গুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী ১ অক্টোবর থেকে চালু হবে এসব নতুন নিয়ম।
নতুন নিয়মগুলোর মধ্যে উললেখযোগ্য একটি হলো ক্যাচ-আউটের সময় দুই ব্যটারের প্রান্ত বদলের বিষয়টি। এত দিন ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটার পরস্পরকে অতিক্রম করলে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্তে এসে দাঁড়াতেন। তবে সেই নিয়ম আর থাকছে না। নতুন নিয়মে কোনো ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ব্যাটারকে সরাসরি এসে স্ট্রাইক নিতে হবে। অতিক্রম করার বিষয়টি আর বিবেচনায় নেওয়া হবে না। একমাত্র ওভারের শেষ বলে ব্যাটসম্যান ক্যাচ-আউট হলে স্বাভাবিকভাবে যেমন বোলিং প্রান্ত বদল হয়, সে ক্ষেত্রে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্ত থেকে নিজের ইনিংস শুরু করবেন।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এরই মধ্যে তাদের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে এই নিয়ম চালু করেছে। ঘরোয়া ক্রিকেটেও নতুন এই নিয়ম প্রয়োগ হয়েছে। দ্য হান্ড্রেডের এই নিয়ম আগামী ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও চালু হতে যাচ্ছে। বাকি দুটি নিয়মের একটি শুরু হয়েছে করোনা-পরবর্তী ক্রিকেটে। করোনার ঝুঁকি কমাতে অতিমারির পর ক্রিকেটে লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। এমসিসি দেখেছে, এর পরেও বোলাররা সুইং পাচ্ছে, অর্থাৎ সুইংয়ে খুব একটা প্রভাব পড়েনি। ঘাম ব্যবহার করার পর বল সুইং হচ্ছিল। বলে লালা লাগানোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
সর্বশেষ নিয়মের সঙ্গেও মোটামুটি সবাই অভ্যস্ত। খেলা চলার সময় ওভারের মধ্যে মাঠে কোনো ব্যক্তি, প্রাণী বা অন্য কোনো কারণে খেলা বিঘ্ন হলে ডেড বল দেওয়া হবে। মাঝেমধ্যে দেখা যায় ম্যাচের মধ্যেই মাঠে দর্শক ঢুকে পড়ে, কখনো কোনো পশু-পাখি ম্যাচ প্রভাবিত করে। এতে কোনো পক্ষের কোনো ক্ষতি হলে আম্পায়ার সেটিকে ডেড বল দেবেন।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৩০ মিনিট আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৬ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৭ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৭ ঘণ্টা আগে