Ajker Patrika

বদলে যাচ্ছে ক্রিকেটের পুরোনো নিয়ম

আপডেট : ০৯ মার্চ ২০২২, ১১: ৪৯
বদলে যাচ্ছে ক্রিকেটের পুরোনো নিয়ম

ক্রিকেটের প্রচলিত কিছু নিয়মে পরিবর্তন আসছে। এমসিসির বৈঠকে প্রাথমিকভাবে স্বীকৃতি পেয়েছে নিয়ম বদলের বিষয়গুলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আগামী ১ অক্টোবর থেকে চালু হবে এসব নতুন নিয়ম। 

নতুন নিয়মগুলোর মধ্যে উললেখযোগ্য একটি হলো ক্যাচ-আউটের সময় দুই ব্যটারের প্রান্ত বদলের বিষয়টি। এত দিন ফিল্ডার ক্যাচ ধরার আগে দুই ব্যাটার পরস্পরকে অতিক্রম করলে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্তে এসে দাঁড়াতেন। তবে সেই নিয়ম আর থাকছে না। নতুন নিয়মে কোনো ব্যাটার ক্যাচ আউট হলে নতুন ব্যাটারকে সরাসরি এসে স্ট্রাইক নিতে হবে। অতিক্রম করার বিষয়টি আর বিবেচনায় নেওয়া হবে না। একমাত্র ওভারের শেষ বলে ব্যাটসম্যান ক্যাচ-আউট হলে স্বাভাবিকভাবে যেমন বোলিং প্রান্ত বদল হয়, সে ক্ষেত্রে নতুন ব্যাটার নন স্ট্রাইক প্রান্ত থেকে নিজের ইনিংস শুরু করবেন। 

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড এরই মধ্যে তাদের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে এই নিয়ম চালু করেছে। ঘরোয়া ক্রিকেটেও নতুন এই নিয়ম প্রয়োগ হয়েছে। দ্য হান্ড্রেডের এই নিয়ম আগামী ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও চালু হতে যাচ্ছে। বাকি দুটি নিয়মের একটি শুরু হয়েছে করোনা-পরবর্তী ক্রিকেটে। করোনার ঝুঁকি কমাতে অতিমারির পর ক্রিকেটে লালার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। এমসিসি দেখেছে, এর পরেও বোলাররা সুইং পাচ্ছে, অর্থাৎ সুইংয়ে খুব একটা প্রভাব পড়েনি। ঘাম ব্যবহার করার পর বল সুইং হচ্ছিল। বলে লালা লাগানোর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। 

সর্বশেষ নিয়মের সঙ্গেও মোটামুটি সবাই অভ্যস্ত। খেলা চলার সময় ওভারের মধ্যে মাঠে কোনো ব্যক্তি, প্রাণী বা অন্য কোনো কারণে খেলা বিঘ্ন হলে ডেড বল দেওয়া হবে। মাঝেমধ্যে দেখা যায় ম্যাচের মধ্যেই মাঠে দর্শক ঢুকে পড়ে, কখনো কোনো পশু-পাখি ম্যাচ প্রভাবিত করে। এতে কোনো পক্ষের কোনো ক্ষতি হলে আম্পায়ার সেটিকে ডেড বল দেবেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত