Ajker Patrika

ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ সামি

আপডেট : ১৩ মে ২০২৩, ১০: ২৬
ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের কোচ সামি

ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের প্রধান কোচ হওয়ার আবেদন করেছিলেন ড্যারেন সামি। পদটাও ঠিকই পেয়ে গেলেন তিনি। অবশ্য কোচ হিসেবে অভিজ্ঞতার ঝুড়িও কম সমৃদ্ধ নয় তাঁর। ক্যারিবিয়ানরা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তাঁর নেতৃত্বে।

এর আগে সিপিএল ও পিএসএলেও কোচিংয়ের দায়িত্ব পালন করেছেন সামি। এবার আন্তর্জাতিক অঙ্গনে এই ভূমিকায় দেখা যাবে তাঁকে। উইন্ডিজের টি-টোয়েন্টি ও ওয়ানডে সংস্করণের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ৩৯ বছর বয়সী সাবেক অলরাউন্ডার।

শুক্রবার নিজেদের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট। সামির এক ভিডিও পোস্ট করে তারা লিখেছে, ‘ড্যারেন সামিকে ওয়েস্ট ইন্ডিজ পুরুষ দলের সাদা বলের নতুন কোচ নিয়োগ দেওয়া হয়েছে।’

এ ছাড়া উইন্ডিজের টেস্ট দলের প্রধান কোচের পাকাপাকি দায়িত্ব নিয়েছেন আন্দ্র কোলে। উইন্ডিজ ‘এ’ দলের দায়িত্বও বর্তেছে তাঁর কাঁধে। ফিল সিমন্স পদত্যাগ করার পর ক্যারিবিয়ানদের লাল বলের ক্রিকেটে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব সামলে আসছেন কোলে।

কোচ হিসেবে সামির প্রথম আন্তর্জাতিক অ্যাসাইনমেন্ট হবে জুনে। জিম্বাবুয়েতে জুন-জুলাইয়ে বিশ্বকাপ বাছাইয়ের অংশের প্রস্তুতি হিসেবে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে উইন্ডিজ। সেই সিরিজে উইন্ডিজের কোচের দায়িত্বে দেখা যাবে তাঁকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত