নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমে বেশ শক্ত দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে দলে ভেড়ায় তারা। তবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা থাকায় লিগের শুরুতে না পেলেও সুপার লিগে পাওয়ার সুযোগ ছিল মোহামেডানের।
কিন্তু লিগ পর্বে সুবিধা করতে পারেনি মোহামেডান। শেষ ম্যাচে জিতলেও টেবিলের ৭ নম্বরে থেকে বিদায় নিয়েছে তারা। তবে যেহেতু তাদের কয়েকজন ক্রিকেটার লিগ পর্বে অংশ নেননি। তাঁদের সুপার লিগে অন্য দলে খেলার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ পর্বে না খেলা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে তারা। এবার সুপার লিগে শক্তিশালী দল নিয়ে শিরোপা জিততে চায় ধানমন্ডির দলটি।
মিরাজ-মুশফিককে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করে শেখ জামালের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা এ বছর গ্রুপ পর্বটা খুব ভালোমতো শেষ করতে পেরেছি। সিটি ক্লাবের সঙ্গে জয়ের পর আমরা ১৮ পয়েন্ট নিয়ে সুপার লিগে কোয়ালিফাই করেছি এবং টেবিল টপার। আমরা আমাদের দলকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেটা চিন্তা করছিলাম।’
তানিম আরও যোগ করেন, ‘মোহামেডান যেহেতু সুপার লিগে কোয়ালিফাই করতে পারেনি। তখন আমরা দেখলাম যে মিরাজ ও মুশফিক সুপার লিগের অন্য দলের হয়ে খেলতে পারবে। আমরা তাদের প্রস্তাব করেছিলাম এবং মোহামেডানও সম্মতি দেওয়ায় আমরা তাদের নিতে পেরেছি। আশা করছি তারা আসাতে আমাদের শিরোপা জয় আরও সহজ হবে। তিনটা ম্যাচ জিতলেই আমরা শিরোপা জিতে যাব। আশা করছি এবার চ্যাম্পিয়নশিপে আমরা ভালো লড়াই করতে পারব।’
ডিপিএলে ১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। দুই নম্বরে থাকা আবাহনীর পয়েন্ট ১৪। তাই ৪ পয়েন্ট এগিয়ে থাকা জামাল শিরোপা জয়ের পথে হট ফেবারিট।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুমে বেশ শক্ত দল গড়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। জাতীয় দলের তারকা ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে দলে ভেড়ায় তারা। তবে আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ততা থাকায় লিগের শুরুতে না পেলেও সুপার লিগে পাওয়ার সুযোগ ছিল মোহামেডানের।
কিন্তু লিগ পর্বে সুবিধা করতে পারেনি মোহামেডান। শেষ ম্যাচে জিতলেও টেবিলের ৭ নম্বরে থেকে বিদায় নিয়েছে তারা। তবে যেহেতু তাদের কয়েকজন ক্রিকেটার লিগ পর্বে অংশ নেননি। তাঁদের সুপার লিগে অন্য দলে খেলার সুযোগ ছিল। সেই সুযোগ কাজে লাগিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। লিগ পর্বে না খেলা মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজকে দলে নিয়েছে তারা। এবার সুপার লিগে শক্তিশালী দল নিয়ে শিরোপা জিততে চায় ধানমন্ডির দলটি।
মিরাজ-মুশফিককে দলে ভেড়ানোর কথা নিশ্চিত করে শেখ জামালের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম এক ভিডিও বার্তায় বলেছেন, ‘আমরা এ বছর গ্রুপ পর্বটা খুব ভালোমতো শেষ করতে পেরেছি। সিটি ক্লাবের সঙ্গে জয়ের পর আমরা ১৮ পয়েন্ট নিয়ে সুপার লিগে কোয়ালিফাই করেছি এবং টেবিল টপার। আমরা আমাদের দলকে আরও কীভাবে শক্তিশালী করা যায় সেটা চিন্তা করছিলাম।’
তানিম আরও যোগ করেন, ‘মোহামেডান যেহেতু সুপার লিগে কোয়ালিফাই করতে পারেনি। তখন আমরা দেখলাম যে মিরাজ ও মুশফিক সুপার লিগের অন্য দলের হয়ে খেলতে পারবে। আমরা তাদের প্রস্তাব করেছিলাম এবং মোহামেডানও সম্মতি দেওয়ায় আমরা তাদের নিতে পেরেছি। আশা করছি তারা আসাতে আমাদের শিরোপা জয় আরও সহজ হবে। তিনটা ম্যাচ জিতলেই আমরা শিরোপা জিতে যাব। আশা করছি এবার চ্যাম্পিয়নশিপে আমরা ভালো লড়াই করতে পারব।’
ডিপিএলে ১০ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইমরুল কায়েসের নেতৃত্বাধীন দলটি। দুই নম্বরে থাকা আবাহনীর পয়েন্ট ১৪। তাই ৪ পয়েন্ট এগিয়ে থাকা জামাল শিরোপা জয়ের পথে হট ফেবারিট।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৬ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে