Ajker Patrika

এমন চমকে দেওয়া চ্যাম্পিয়নস ট্রফি আগে কখনো হয়নি

ক্রীড়া ডেস্ক    
চমকে দিয়েছিল আফগানিস্তান। ছবি: এএফপি
চমকে দিয়েছিল আফগানিস্তান। ছবি: এএফপি

১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ—১৯ দিনের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়েছে ভারতের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে। চার ভেন্যুতে হয়েছে মোট ১৫ ম্যাচ। তবে পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজক হওয়ার পর থেকেই আলোচনা শুরু, সেটি চলছিল ট্রফি দেওয়া পর্যন্ত। আলোচনায় অগের সব চ্যাম্পিয়নস ট্রফিকে যেন ছাড়িয়ে গেল এটি। চলুন দেখে নিই এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে আলোচিত ১০ ঘটনা।

অপরাজিত চ্যাম্পিয়ন

পাঁচে পাঁচ করে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি জিতল ভারত। দুবাইয়ে পরশু রাতে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ভারত তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যাম্পিয়ন হলো। সাড়ে ৮ মাস ব্যবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি—দুই টুর্নামেন্টেই রোহিত শর্মার নেতৃত্বে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করেছে।

হেনরির আক্ষেপ

৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শেষ করেছেন ম্যাট হেনরি। কিন্তু ছন্দে থাকা নিউজিল্যান্ডের এই পেসার খেলতে পারেননি ভারতের বিপক্ষে ফাইনালে। নতুন বলে উইকেট নিতে সিদ্ধহস্ত হেনরিকে কিউইরা কতটা মিস করেছে, সেটা না বললেও চলছে।

ভারতের সুবিধা

নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে না গিয়ে দুবাইয়ে খেলেছে পাঁচ ম্যাচ। ভারতের ভ্রমণ তাই শূন্য। আর রানার্সআপ নিউজিল্যান্ড টুর্নামেন্টে ৭০৪৮ কিলোমিটার ভ্রমণ করেছে। একই ভেন্যুতে সব ম্যাচ খেলায় ভারতের অতিরিক্ত সুবিধা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে।

আফগানদের চমক

প্রথমবারের মতো চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসে চমকে দিয়েছে আফগানিস্তান। লাহোরে গত ২৬ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ৮ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে হাশমাতুল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান। এই ম্যাচে আফগানিস্তানের ৩২৫ রান, ইব্রাহিম জাদরানের ১৭৭ রান নাম লিখিয়েছে রেকর্ড বইয়ে।

নেই ‘পাকিস্তান’

দুবাইয়ে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত ম্যাচ সম্প্রচারের সময় আয়োজক পাকিস্তানের নাম দেখা যায়নি। এটা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে চিঠি দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরবর্তীতে ভারতের বাকি চার ম্যাচে পাকিস্তান লেখা উঠেছে।

ভুল সংগীত

২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের সময় ‘জনগণ মন অধিনায়ক হে’ বেজে ওঠে। ভারতের জাতীয় সংগীত অল্প বাজানোর পর বন্ধ করে দেওয়া হলেও দ্রুত ভাইরাল হয়ে যায়। পিসিবিও পরে ব্যাখ্যা চেয়েছে এই ব্যাপারে।

ব্যর্থ বাবররা

২৯ বছর পর আইসিসি ইভেন্ট আয়োজন করলেও ব্যর্থতার পরিচয় দিয়েছে পাকিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির তিন ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ। হতশ্রী পারফরম্যান্সে মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমদের দল গ্রুপ পর্বেই ছিটকে গেছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও ধুয়ে দিয়েছেন।

মুশফিক-স্মিথের অবসর

৪ মার্চ ভারতের কাছে ৪ উইকেটে হেরে সেমিফাইনালেই বিদায় নেয় স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া। অজিদের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পরদিন ওয়ানডে থেকে অবসর নেন স্মিথ। একই রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে ওয়ানডেকে বিদায় বলেছেন মুশফিকুর রহিম।

বাটলারের পদত্যাগ

জস বাটলারের নেতৃত্বে আরও একটি আইসিসি ইভেন্টে ভরাডুবি হলো ইংল্যান্ডের। আফগানিস্তানের কাছে হেরে ইংল্যান্ডের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পর ‘বাটলার হটাও’ রব উঠে যায়। সমালোচনার মুখে ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছাড়েন বাটলার। ইংলিশরা টুর্নামেন্ট শেষ করেছে শূন্য হস্তে।

আয়োজকহীন ট্রফি

হাইব্রিড মডেলে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে চ্যাম্পিয়নস ট্রফি হলেও মূল আয়োজক পাকিস্তান। কিন্তু পরশু রাতে দুবাইয়ে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর পিসিবির কোনো কর্মকর্তাদের মঞ্চে দেখা যায়নি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শোয়েব আখতার এটা নিয়ে ক্ষোভ ঝেরেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত