Ajker Patrika

‘কোহলির ক্যাচ মিস ভোগাবে অস্ট্রেলিয়াকে’

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ২১: ৩০
‘কোহলির ক্যাচ মিস ভোগাবে অস্ট্রেলিয়াকে’

পরিস্থিতি যতই কঠিন হোক, চাপ সামলে বিরাট কোহলির যেন জুড়ি মেলা ভার। ঠাণ্ডা মাথায় ব্যাটিং করে প্রতিপক্ষের থেকে ম্যাচ বের করে নিয়ে এসেছেন অনেকবারই। সেই কোহলি জীবন পেলে কতটা ভয়ংকর হয়ে উঠতে পারেন, তা-ই যেন বোঝাতে চেয়েছেন যুবরাজ সিং। 

অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রান তাড়া করতে নেমে ভারত ২ রানেই হারিয়ে বসে ৩ উইকেট। ভারতের স্কোর হতে পারত ৪ উইকেটে ২০ রান। অষ্টম ওভারের তৃতীয় বলে জশ হ্যাজলউডকে পুল করতে যান কোহলি। আকাশে অনেকক্ষণ ভেসে থাকা বল দৌড়ে এসেও ধরতে পারেননি মিচেল মার্শ। কোহলির রান তখন ১২ রান। সেই সুযোগ কাজে লাগিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৬৭ তম ফিফটি করেছেন তিনি। ফিফটি করতে খেলেছেন ৭৫ বল। এরই মধ্যে চতুর্থ উইকেটে লোকেশ রাহুলের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েছেন। শেষ ২২ ওভারে ভারতের দরকার ৮৪ রান, হাতে আরও ৭ উইকেট। ম্যাচ চলা অবস্থায় যুবরাজ টুইট করেন, ‘কোহলির ক্যাচ মিস ভোগাতে পারে অস্ট্রেলিয়াকে। রাজাকে কখনো জীবন দেবেন না কেননা সে (কোহলি) ম্যাচ বের করে নিয়ে যেতে পারে।’ 

ইশান কিষান, রোহিত শর্মা-ভারতের এই দুই ব্যাটার ০ রানে আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন শ্রেয়াস আয়ার। যেখানে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে হ্যাজলউডকে ড্রাইভ করতে গিয়ে শর্ট কাভারে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দেন আয়ার। ২ বলে ০ রান করে আউট হয়েছেন আয়ার। আয়ারকে চার নম্বরে খেলানোর কারণ বুঝতে পারছেন না যুবরাজ, ‘চার নম্বর ব্যাটারের চাপ সামলাতে হবে। শ্রেয়াস আয়ার চেয়ে ভালো কাউকে খোঁজা উচিত, যেখানে দলের ইনিংস মেরামত করতে হবে। এখনো বুঝতে পারছি না যে কেন রাহুল চারে ব্যাটিং করছে না। যেখানে সে (রাহুল) পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত