অপরাধ প্রমাণিত হওয়ায় আগেই আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বড় রকমের শাস্তি পাওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, সেটিই পাচ্ছেন সন্দীপ লামিচানে। ধর্ষণের দায়ে আজ নেপালের তারকা ক্রিকেটারকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
অল্প বয়সেই নেপালের ক্রিকেটের পোস্টারবয় হয়ে উঠেছিলেন লামিচানে। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও নাম লেখান। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। তবে ২০২২ সালে ২৩ বছর বয়সী এই লেগ-স্পিনারের ক্যারিয়ারে লাগে কলঙ্কের দাগ।
কাঠমান্ডুর এক হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। সেই অভিযোগ থেকে জামিনে মুক্ত ছিলেন তিনি। নেপালের স্কোয়াডে ফিরে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।
বারবার বিলম্বিত বিচারের পরে গত ডিসেম্বরে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হোন লামিচানে। সেই সময় অনুমান করা হয়েছিল, বড় শাস্তি পেতে যাচ্ছেন তিনি। আজ সেই শাস্তিই কার্যকর হলো। লামিচানের কারাদণ্ড নিয়ে কাঠমান্ডুর জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা এএফপিকে বলেন, ‘আদালত তাঁকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে।’
এছাড়াও লামিচানেকে ৩ লাখ নেপালি রুপি পরিশোধের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ নেপালি রুপিও দিতে হবে তাঁর। তবে লামিচানে এখন হেফাজতে নেই। শাস্তি কার্যকরের সময়ও তিনি আদালতে ছিলেন না। তাঁর আইনজীবী সরোজ ঘিমিরে বলেছেন, এই রায়ের ব্যাপারে তারা উচ্চ আদালতে আপিল করবে।
লামিচানের বিরুদ্ধে অভিযোগ আনা সেই নারী দাবি করেছিলেন, ধর্ষণের সময় তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তবে আদালত এর আগে শুনানিতে জানান, ভিকটিম বয়স ছিল ১৮। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন তাঁর স্বজনেরা।
লামিচানের নেপালের হয়ে অভিষেক ২০১৮ সালে। দেশটির হয়ে তিনি ৫১ ওয়ানডে ও ৫২টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ১১২ ও ৯৮ উইকেট নিয়েছেন।
অপরাধ প্রমাণিত হওয়ায় আগেই আদালতে দোষী সাব্যস্ত হয়েছিলেন। বড় রকমের শাস্তি পাওয়ার যে আশঙ্কা করা হয়েছিল, সেটিই পাচ্ছেন সন্দীপ লামিচানে। ধর্ষণের দায়ে আজ নেপালের তারকা ক্রিকেটারকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
অল্প বয়সেই নেপালের ক্রিকেটের পোস্টারবয় হয়ে উঠেছিলেন লামিচানে। ২০১৮ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলেও নাম লেখান। বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেও বেশ পরিচিত মুখ ছিলেন তিনি। তবে ২০২২ সালে ২৩ বছর বয়সী এই লেগ-স্পিনারের ক্যারিয়ারে লাগে কলঙ্কের দাগ।
কাঠমান্ডুর এক হোটেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে লামিচানের বিরুদ্ধে। সেই অভিযোগ থেকে জামিনে মুক্ত ছিলেন তিনি। নেপালের স্কোয়াডে ফিরে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন।
বারবার বিলম্বিত বিচারের পরে গত ডিসেম্বরে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হোন লামিচানে। সেই সময় অনুমান করা হয়েছিল, বড় শাস্তি পেতে যাচ্ছেন তিনি। আজ সেই শাস্তিই কার্যকর হলো। লামিচানের কারাদণ্ড নিয়ে কাঠমান্ডুর জেলা আদালতের কর্মকর্তা রামু শর্মা এএফপিকে বলেন, ‘আদালত তাঁকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছে।’
এছাড়াও লামিচানেকে ৩ লাখ নেপালি রুপি পরিশোধের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ক্ষতিপূরণ হিসেবে ২ লাখ নেপালি রুপিও দিতে হবে তাঁর। তবে লামিচানে এখন হেফাজতে নেই। শাস্তি কার্যকরের সময়ও তিনি আদালতে ছিলেন না। তাঁর আইনজীবী সরোজ ঘিমিরে বলেছেন, এই রায়ের ব্যাপারে তারা উচ্চ আদালতে আপিল করবে।
লামিচানের বিরুদ্ধে অভিযোগ আনা সেই নারী দাবি করেছিলেন, ধর্ষণের সময় তিনি অপ্রাপ্তবয়স্ক ছিলেন। তবে আদালত এর আগে শুনানিতে জানান, ভিকটিম বয়স ছিল ১৮। আদালতের এই রায়কে স্বাগত জানিয়েছেন তাঁর স্বজনেরা।
লামিচানের নেপালের হয়ে অভিষেক ২০১৮ সালে। দেশটির হয়ে তিনি ৫১ ওয়ানডে ও ৫২টি টি-টোয়েন্টি খেলে যথাক্রমে ১১২ ও ৯৮ উইকেট নিয়েছেন।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১৩ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
১৪ ঘণ্টা আগে