Ajker Patrika

আবারও ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের নীড়

অনলাইন ডেস্ক
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩: ২২
ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে আবারও হারালেন নীড়। ছবি: সংগৃহীত
ইসরায়েলের গ্র্যান্ডমাস্টারকে আবারও হারালেন নীড়। ছবি: সংগৃহীত

এবার ওয়ার্ল্ড ব্লিটজ দাবার সপ্তম রাউন্ডে চমক দেখালেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ইসরায়েলের গ্রান্ডমাস্টার উদাসিয়ন লোনিদকে হারিয়েছেন বাংলাদেশের এই সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার।

গত সেপ্টেম্বরে হাঙ্গেরির বুদাপেস্টে দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের গ্র্যান্ডমাস্টার গোর্শটেইন ইডোকে হারিয়েছিলেন নীড়। এর আগে ওয়ার্ল্ড র‍্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপেও আলো ছড়ান নীড়। মহা লড়াইয়ের মঞ্চে এক এক করে চার গ্র্যান্ডমাস্টারকে হারান তিনি।

ওয়ার্ল্ড র‍্যাপিড দাবার শেষ দিনে মননের কাছে হেরেছেন আমেরিকান গ্র্যান্ডমাস্টার কার্ল ফিদেল জিমেনেজ এবং গ্র্যান্ডমাস্টার এরেনবার্গ সের্গেই। তার আগে গত বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডে নীড় অস্ট্রিয়ার গ্র্যান্ডমাস্টার হোরভাথ ডোমিনিককে। শুক্রবার নবম রাউন্ডে নীড় হারিয়েছিলেন জার্মানির গ্র্যান্ডমাস্টার ডেনিস ওয়াগনারকে।

এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক মাস্টার নীড়ের শুরুর র‌্যাঙ্কিং ছিল ১৭১। তিনি ১৩ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট অর্জন করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত