Ajker Patrika

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন শচীন

আপডেট : ০৮ এপ্রিল ২০২১, ২১: ৪১
করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন শচীন

করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আগামী কয়েকদিন বাড়িতে আইসোলেশনে থাকবেন শচীন। এক টুইটে তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন।

টুইটে শচীন লিখেন, ‘হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আপাতত আইসোলেশনে থাকব। সুস্থ হওয়ার প্রক্রিয়া চলবে। যে শুভেচ্ছা পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। যে চিকিৎসাকর্মীরা আমার যত্ন নিয়েছেন, তাঁদের ধন্যবাদ। এঁরা এই কঠিন পরিস্থিতিতে গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

১০ বছর আগের ২৭ মার্চ ধোনির নেতৃত্বে শচীনরা বিশ্বকাপ জয় করেন। ২০২১ সালের এই দিনেই সচিনের করোনা শনাক্ত হয়। এ তথ্যটিও টুইট করে জানিয়েছিলেন টেন্ডুলকার।

টেন্ডুলকার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির টুইট। ছবি- সচিনের টুইটের স্ক্রিনশট

আক্রান্তের খবর জানাতে ক্রিকেট ইতিহাসের এ অন্যতম ব্যাটসম্যান লিখেন, ‘আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শ মেনে হাসপাতালে ভর্তি হলাম। আশা করি কিছু দিনের মধ্যে বাড়ি ফিরে আসব। সবাই ভাল ও সুস্থ থাকবেন। ১০ বছর আগের আজকের দিনে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।’

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্ব পথ সুরক্ষা সিরিজে খেলতে গিয়ে সচিন করোনা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, এ সিরিজের খেলোয়াড় ইরফান পাঠান, বদ্রীনাথেরও করোনা শনাক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত