Ajker Patrika

কথা না রাখায় বেঙ্গালুরুর ওপর ক্ষুব্ধ চাহাল

কথা না রাখায় বেঙ্গালুরুর ওপর ক্ষুব্ধ চাহাল

দুই বছর ধরে মনের ভেতরে ক্ষোভটা পুষিয়ে রেখেছিলেন যুজবেন্দ্র চাহাল। কিন্তু আর মনের মধ্যে ধরে রাখতে পারলেন না ভারতীয় লেগ স্পিনার। তাই সম্প্রতি এক সাক্ষাৎকারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রতি নিজের ক্ষোভটা প্রকাশ করলেন তিনি। 

কথা দিয়ে কথা না রাখার ক্ষোভ। ৮ বছর বেঙ্গালুরুর হয়ে নিজের সেরাটা দেওয়ার পরও যখন ২০২১ সালের আইপিএলের পর চাহালকে দল ছাড়তে হয়। অথচ ৩২ বছর বয়সী লেগ স্পিনারকে নিলামে ধরে রাখার আশ্বাস দিয়েছিল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। এমনটি সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন তিনি। 

চাহাল বলেছেন, ‘ঘটনাটি আমাকে খুবই হতাশ করেছিল। আরসিবির হয়ে ২০১৪ সালে পথচলা শুরু করি। এ সময় তাদের হয়ে ১৪০ ম্যাচ খেলেছি। কিন্তু তারা ক্লাব ছাড়ার সময় আমার সঙ্গে যোগাযোগ পর্যন্ত করল না। তারা কথা দিয়েছিল আমাকে ধরে রাখার জন্য সবকিছু করবে। আমি রাগান্বিত হয়েছিলাম যখন তারা আমাকে ছেড়ে দিল। ৮ বছর তাদের হয়ে খেলেছি। চিন্নাস্বামী স্টেডিয়াম আমার এখন প্রিয়।’ 

আরসিবির এমন সিদ্ধান্তে কষ্ট পেলেও যা হয়েছে ভালোই হয়েছে বলে জানিয়েছেন চাহাল। রাজস্থান রয়েলসে যোগ দিয়ে ২০২২ আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। সর্বশেষ সংস্করণে শীর্ষ ৫ বোলারের একজন ছিলেন। তিনি বলেছেন, ‘যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আরসিবিতে থাকার সময় সর্বোচ্চ ১৬ কিংবা ১৭ ওভার পর্যন্ত বল করতাম। রাজস্থানে যোগ দিয়ে ডেথ বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছি এবং ৫ থেকে ১০ ভাগ আমার খেলার উন্নতি হয়েছে। তাই যখন অনুভব করি তখন মনে হয় যা ভালো জন্যই হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত