সৌদি ক্লাব আল আহলিতে স্মরণীয় অভিষেক হয়েছে রবার্তো ফিরমিনোর। গতকাল সৌদি প্রো লিগে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফিরমিনো। ফিরমিনোর হ্যাটট্রিকে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করল আল আহলিতে।
সৌদি প্রো লিগের ২০২৩-২৪ মৌসুম শুরু হয় গতকাল। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল আহলির প্রতিপক্ষ ছিল আল হাজম। ছয় মিনিটেই সৌদি অভিষেকের প্রথম গোল করেন ফিরমিনো। ব্রাজিলের স্ট্রাইকারকে অ্যাসিস্ট করেছেন আলি মাজরাশি। ১০ মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন ফিরমিনো, যা ম্যাচে ফিরমিনো ও দলের দ্বিতীয় গোল। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল আহলি।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই ব্যবধান কমায় আল হাজম। ৫০ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস গোজ বারবোসা ডি সুজা। আর ৭২ মিনিটে হ্যাটট্রিক করেন ফিরমিনো। প্রথমে হেড করেও লক্ষ্য ভেদ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। আল হাজম গোলরক্ষক আয়মেন দাহমেন তা প্রতিহত করেছেন। তবু ঠেকানো যায়নি ফিরমিনোর হ্যাটট্রিক। ফিরতি শটে লক্ষ্য ভেদ করেন ব্রাজিলের তারকা ফুটবলার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পেয়েছে আল আহলি।
সৌদি আরবের ফুটবল লিগে এই মৌসুমে বসেছে তারার হাট। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজ, এদোয়ার্দো মেন্দি, রবার্তো ফিরমিনোর মতো তারকারা এখন সৌদিতে। গতকাল আল আহলিতে ছিলেন ইউরোপীয় ফুটবল মাতানো তারকা ফুটবলাররা। যাঁরা গত কয়েক মৌসুম ইউরোপীয় ক্লাবগুলোতে দুর্দান্ত খেলেছেন। ফিরমিনো সতীর্থ হিসেবে পেয়েছেন মাহরেজ, এদোয়ার্দো মেন্দি ও ফ্র্যাংক কেসিকে।
ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলছেন ফিরমিনো। এর আগে খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম, লিভারপুলে খেলেছেন তিনি। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো-আক্রমণভাগে এই তিন জনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য।
সৌদি ক্লাব আল আহলিতে স্মরণীয় অভিষেক হয়েছে রবার্তো ফিরমিনোর। গতকাল সৌদি প্রো লিগে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন ফিরমিনো। ফিরমিনোর হ্যাটট্রিকে দারুণ জয়ে টুর্নামেন্ট শুরু করল আল আহলিতে।
সৌদি প্রো লিগের ২০২৩-২৪ মৌসুম শুরু হয় গতকাল। প্রিন্স আব্দুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে আল আহলির প্রতিপক্ষ ছিল আল হাজম। ছয় মিনিটেই সৌদি অভিষেকের প্রথম গোল করেন ফিরমিনো। ব্রাজিলের স্ট্রাইকারকে অ্যাসিস্ট করেছেন আলি মাজরাশি। ১০ মিনিটে রিয়াদ মাহরেজের পাস থেকে গোল করেন ফিরমিনো, যা ম্যাচে ফিরমিনো ও দলের দ্বিতীয় গোল। প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল আহলি।
দ্বিতীয়ার্ধে অল্প সময়েই ব্যবধান কমায় আল হাজম। ৫০ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস গোজ বারবোসা ডি সুজা। আর ৭২ মিনিটে হ্যাটট্রিক করেন ফিরমিনো। প্রথমে হেড করেও লক্ষ্য ভেদ করতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার। আল হাজম গোলরক্ষক আয়মেন দাহমেন তা প্রতিহত করেছেন। তবু ঠেকানো যায়নি ফিরমিনোর হ্যাটট্রিক। ফিরতি শটে লক্ষ্য ভেদ করেন ব্রাজিলের তারকা ফুটবলার। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পেয়েছে আল আহলি।
সৌদি আরবের ফুটবল লিগে এই মৌসুমে বসেছে তারার হাট। ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, এনগোলো কান্তে, রিয়াদ মাহরেজ, এদোয়ার্দো মেন্দি, রবার্তো ফিরমিনোর মতো তারকারা এখন সৌদিতে। গতকাল আল আহলিতে ছিলেন ইউরোপীয় ফুটবল মাতানো তারকা ফুটবলাররা। যাঁরা গত কয়েক মৌসুম ইউরোপীয় ক্লাবগুলোতে দুর্দান্ত খেলেছেন। ফিরমিনো সতীর্থ হিসেবে পেয়েছেন মাহরেজ, এদোয়ার্দো মেন্দি ও ফ্র্যাংক কেসিকে।
ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলছেন ফিরমিনো। এর আগে খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম, লিভারপুলে খেলেছেন তিনি। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো-আক্রমণভাগে এই তিন জনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য।
সিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩৬ মিনিট আগেএবারের আইপিএলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ধারাভাষ্যকার হার্শা ভোগলে এবং সায়মন ডুল। পিচ নিয়ে সমালোচনার কারণে এবার তাঁরা কলকাতার ঘরের মাঠের ম্যাচগুলোতে নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
২ ঘণ্টা আগেবেশির ভাগ সময় বিদেশিরা আইপিএলে ছড়ি ঘোরালেও এবারেরটা একটু ব্যতিক্রম। ১৮তম আইপিএলে ভারতীয় ক্রিকেটাররা খেলছেন দাপট দেখিয়েছেন। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই ভারতীয়দের জয়জয়কার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতে পেয়েছেন তাঁরা।
৩ ঘণ্টা আগেসিলেটে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন থেকেই ছড়ি ঘোরাচ্ছে জিম্বাবুয়ে। সফরকারীদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ গুটিয়ে যায় ২০০-এর আগেই। দ্বিতীয় দিনে আজ বাংলাদেশের বোলিং তুলনামূলক ভালো হলেও জিম্বাবুয়ের লিড আটকানো যায়নি।
৩ ঘণ্টা আগে