Ajker Patrika

প্রথম সোনা চীনের, প্রথম পদক কাজাখস্তানের 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৭ জুলাই ২০২৪, ১৭: ১১
Thumbnail image

প্যারিস অলিম্পিকের প্রথম সোনা জিতল চীন। দলগত মিশ্র ১০ মিটার এয়ার রাইফেল শুটিংয়ের ফাইনালে দক্ষিণ কোরিয়ার জিহিউম কিউম-হাজুন পার্ক জুটিকে ১৬-১২ পয়েন্টে হারিয়েছে লিহাও শেং-ইয়ুতিং হুয়াং জুটি। 

শেতোরো শুটিং সেন্টারে আজ একই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান। এটিই প্যারিস অলিম্পিকের প্রথম পদক। 

 ২০২০ টোকিও অলিম্পিকেরও প্রথম সোনা জিতেছিল চীন। সেবার তারা মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল জিতে প্রথম সোনার মীমাংসা করেছিল। 

প্যারিস অলিম্পিকের প্রথম দিনে এখন পর্যন্ত দুটি ইভেন্টে সোনা জিতেছে চীন। তাদের দ্বিতীয় স্বর্ণপদকটি এসেছে সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে। এই ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র। ব্রোঞ্জ জিতেছে গ্রেট ব্রিটেন। 

গতরাতে জাকজমকের সঙ্গে প্যারিসের সিন নদীর তীরে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে প্যারিস অলিম্পিকের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত