ক্রীড়া ডেস্ক
অলিম্পিকের পর্দা উন্মোচনের আগেই অবশ্য শুরু হয়েছে মাঠের লড়াই। ফুটবল, রাগবি, হ্যান্ডবল এবং আর্চারি শুরুর পরই হচ্ছে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন।
কোথায় উদ্বোধনী অনুষ্ঠান
সাধারণত কোনো স্টেডিয়ামেই হয়ে থাকে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর উদ্বোধনী অনুষ্ঠান। তবে এবার মাঠে নয়, উদ্বোধনী অনুষ্ঠান হবে সিন নদীতে। ভিন্নতা আনতেই নদীতে উদ্বোধনী যজ্ঞের সিদ্ধান্ত আয়োজকদের।
কতটি দেশ অংশ নিচ্ছে
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধীভুক্ত মোট ২০৬টি দেশের ১০৫০০ অ্যাথলেট অংশ নিচ্ছে প্যারিস অলিম্পিকে।
১০০ মিটারের ফাইনাল কবে
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল হবে ৩ আগস্ট, বাংলাদেশ সময় রাত ১টা ২০ মিনিটে। পরের দিন অর্থাৎ ৪ আগস্ট রাত ১টা ৫০ মিনিটে হবে ছেলেদের ১০০ মিটার দৌড়ের ফাইনাল।
অলিম্পিকে বরাবরই ফেবারিট যুক্তরাষ্ট্র। সুপার কম্পিউটার এবারও এগিয়ে রাখছে যুক্তরাষ্ট্রকে। এবার যুক্তরাষ্ট্র ১২৮টি পদক জিতবে বলে পূর্বানুমান সুপার কম্পিউটারের। শীর্ষ পাঁচ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র ছাড়াও সুপার কম্পিউটার রেখেছে চীন (৬৮), স্বাগতিক ফ্রান্স ( ৬৩), গ্রেট ব্রিটেন (৬২) ও জাপানকে (৫৪)।
বাংলাদেশের পাঁচ অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের অলিম্পিকে। গতকাল আর্চারির ব্যক্তিগত রিকার্ভে খেলেছেন সাগর ইসলাম।
২৮ জুলাই শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে অংশ নেবেন রবিউল ইসলাম। ৩০ জুলাই সামিউল ইসলাম রাফি নামবেন ১০০ মিটার ফ্রি স্টাইলে।
৪ আগস্ট প্যারিস লা ডিফেন্সে অ্যারেনায় ৫০ মিটার ফ্রিস্টাইলে লড়বেন সোনিয়া আক্তার। একই দিন স্টাদে দে ফ্রান্সে ১০০ মিটার স্প্রিন্টে দৌড়াবেন ইমরানুর রহমান।
বিভিন্ন খেলার তারকারা জড়ো হয়েছেন প্যারিসে। মাঠের খেলা শুরু হয়ে গেছে আগেই। ২০২৪ প্যারিস অলিম্পিক গেমস আনুষ্ঠানিকভাবেও শুরু হচ্ছে আজ। কতটি দেশ অংশ নিচ্ছে অলিম্পিকে, কতগুলো খেলায় সোনার পদকই বা কত? জেনে নিন এই বিশেষ আয়োজনে।
অলিম্পিকের পর্দা উন্মোচনের আগেই অবশ্য শুরু হয়েছে মাঠের লড়াই। ফুটবল, রাগবি, হ্যান্ডবল এবং আর্চারি শুরুর পরই হচ্ছে গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন।
কোথায় উদ্বোধনী অনুষ্ঠান
সাধারণত কোনো স্টেডিয়ামেই হয়ে থাকে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর উদ্বোধনী অনুষ্ঠান। তবে এবার মাঠে নয়, উদ্বোধনী অনুষ্ঠান হবে সিন নদীতে। ভিন্নতা আনতেই নদীতে উদ্বোধনী যজ্ঞের সিদ্ধান্ত আয়োজকদের।
কতটি দেশ অংশ নিচ্ছে
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির অধীভুক্ত মোট ২০৬টি দেশের ১০৫০০ অ্যাথলেট অংশ নিচ্ছে প্যারিস অলিম্পিকে।
১০০ মিটারের ফাইনাল কবে
মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল হবে ৩ আগস্ট, বাংলাদেশ সময় রাত ১টা ২০ মিনিটে। পরের দিন অর্থাৎ ৪ আগস্ট রাত ১টা ৫০ মিনিটে হবে ছেলেদের ১০০ মিটার দৌড়ের ফাইনাল।
অলিম্পিকে বরাবরই ফেবারিট যুক্তরাষ্ট্র। সুপার কম্পিউটার এবারও এগিয়ে রাখছে যুক্তরাষ্ট্রকে। এবার যুক্তরাষ্ট্র ১২৮টি পদক জিতবে বলে পূর্বানুমান সুপার কম্পিউটারের। শীর্ষ পাঁচ দেশের তালিকায় যুক্তরাষ্ট্র ছাড়াও সুপার কম্পিউটার রেখেছে চীন (৬৮), স্বাগতিক ফ্রান্স ( ৬৩), গ্রেট ব্রিটেন (৬২) ও জাপানকে (৫৪)।
বাংলাদেশের পাঁচ অ্যাথলেট অংশ নিচ্ছেন এবারের অলিম্পিকে। গতকাল আর্চারির ব্যক্তিগত রিকার্ভে খেলেছেন সাগর ইসলাম।
২৮ জুলাই শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেল বাছাইয়ে অংশ নেবেন রবিউল ইসলাম। ৩০ জুলাই সামিউল ইসলাম রাফি নামবেন ১০০ মিটার ফ্রি স্টাইলে।
৪ আগস্ট প্যারিস লা ডিফেন্সে অ্যারেনায় ৫০ মিটার ফ্রিস্টাইলে লড়বেন সোনিয়া আক্তার। একই দিন স্টাদে দে ফ্রান্সে ১০০ মিটার স্প্রিন্টে দৌড়াবেন ইমরানুর রহমান।
বিভিন্ন খেলার তারকারা জড়ো হয়েছেন প্যারিসে। মাঠের খেলা শুরু হয়ে গেছে আগেই। ২০২৪ প্যারিস অলিম্পিক গেমস আনুষ্ঠানিকভাবেও শুরু হচ্ছে আজ। কতটি দেশ অংশ নিচ্ছে অলিম্পিকে, কতগুলো খেলায় সোনার পদকই বা কত? জেনে নিন এই বিশেষ আয়োজনে।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২৮ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে