অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও সংক্রান্ত ঘটনা অনুসন্ধানে ১৬ বিজ্ঞানীকে নিয়ে বহু প্রতীক্ষিত স্বতন্ত্র গবেষক দল গঠন করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।
এক বিবৃতিতে নাসা জানিয়েছে, এই বিজ্ঞানী দল নাসার গবেষণা সংক্রান্ত অভ্যন্তরীণ তথ্য উপাত্ত ব্যবহার করবে। এবিষয়ে গবেষণা প্রতিবেদন আগামী বছর প্রকাশ করা হবে।
আজ সোমবার থেকেই অনুসন্ধান শুরু করবে গবেষকদের দল। পূর্ববর্তী তথ্য উপাত্ত পর্যবেক্ষণ ও বিশ্লেষণের জন্য তাঁরা ৯ মাসের মত সময় পাবেন। তা থেকে ভবিষ্যৎ গবেষণার জন্য উপাত্ত বিশ্লেষণের প্রক্রিয়া নির্ণয় করা হবে।
এ বিষয়ে নাসার সহযোগী প্রশাসক থমাস যুরবুখেন এক বিবৃতিতে বলেন, বায়ুমণ্ডলের মধ্যে ও মহাশূন্যের অজানাকে জানার চেষ্টা নাসাকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে।
‘এ পর্যন্ত ইউএফও বা মহাজাগতিক অজানা ঘটনাগুলো নিয়ে আমাদের কাছে যেসব তথ্য আছে তা এই গবেষক দলের জন্য বেশ কার্যকরী হবে বলে ধারণা করছি।’
গবেষক দলটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানীসহ মহাকাশ গবেষণার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা আছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
জুন থেকে এই গবেষণা চালু হয়েছে। ইউএফও বা ওই জাতীয় মহাজাগতিক গবেষণা আকাশপথে ও সামগ্রিক জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলে নাসা জানিয়েছে।
অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও সংক্রান্ত ঘটনা অনুসন্ধানে ১৬ বিজ্ঞানীকে নিয়ে বহু প্রতীক্ষিত স্বতন্ত্র গবেষক দল গঠন করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা।
এক বিবৃতিতে নাসা জানিয়েছে, এই বিজ্ঞানী দল নাসার গবেষণা সংক্রান্ত অভ্যন্তরীণ তথ্য উপাত্ত ব্যবহার করবে। এবিষয়ে গবেষণা প্রতিবেদন আগামী বছর প্রকাশ করা হবে।
আজ সোমবার থেকেই অনুসন্ধান শুরু করবে গবেষকদের দল। পূর্ববর্তী তথ্য উপাত্ত পর্যবেক্ষণ ও বিশ্লেষণের জন্য তাঁরা ৯ মাসের মত সময় পাবেন। তা থেকে ভবিষ্যৎ গবেষণার জন্য উপাত্ত বিশ্লেষণের প্রক্রিয়া নির্ণয় করা হবে।
এ বিষয়ে নাসার সহযোগী প্রশাসক থমাস যুরবুখেন এক বিবৃতিতে বলেন, বায়ুমণ্ডলের মধ্যে ও মহাশূন্যের অজানাকে জানার চেষ্টা নাসাকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে।
‘এ পর্যন্ত ইউএফও বা মহাজাগতিক অজানা ঘটনাগুলো নিয়ে আমাদের কাছে যেসব তথ্য আছে তা এই গবেষক দলের জন্য বেশ কার্যকরী হবে বলে ধারণা করছি।’
গবেষক দলটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানীসহ মহাকাশ গবেষণার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা আছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
জুন থেকে এই গবেষণা চালু হয়েছে। ইউএফও বা ওই জাতীয় মহাজাগতিক গবেষণা আকাশপথে ও সামগ্রিক জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলে নাসা জানিয়েছে।
‘ইভেন্টউড’ নামে একটি মার্কিন কোম্পানি এমন এক ধরনের কাঠ তৈরি করেছে, যার শক্তি ইস্পাতের চেয়ে প্রায় ১০ গুণ বেশি এবং ওজন ছয় গুণ কম। এই কাঠের নাম দেওয়া হয়েছে ‘সুপারউড’। কোম্পানিটি ইতিমধ্যে বাণিজ্যিকভাবে এই কাঠের উৎপাদন শুরু করেছে।
৪ দিন আগেআন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান রসায়নবিদ ড. ওমর ইয়াঘি রসায়নে নোবেল পুরস্কার অর্জন করেছেন। তিনি দ্বিতীয় মুসলিম বিজ্ঞানী হিসেবে রসায়নে নোবেল জয় করলেন। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং শুষ্ক অঞ্চল থেকে পানীয় জল সংগ্রহের প্রযুক্তিতে তাঁর যুগান্তকারী গবেষণার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত।
১১ দিন আগেচলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী—সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি। আজ বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস এ পুরস্কারের বিজয়ী হিসেবে তাঁদের নাম ঘোষণা করেছে। নোবেল কমিটি জানিয়েছে, তাঁরা ‘মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কসের বিকাশ’ ঘটানোর জন্য এ সম্মাননা পাচ্ছেন।
১১ দিন আগেপদার্থবিজ্ঞানের একটি অন্যতম প্রধান প্রশ্ন হলো—কত বড় ব্যবস্থার (system) মধ্যে কোয়ান্টাম বলবিদ্যার প্রভাব দৃশ্যমান করা সম্ভব? এ বছরের নোবেল বিজয়ীরা একটি বৈদ্যুতিক সার্কিট ব্যবহার করে এমন একটি ব্যবস্থায় কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং ও কোয়ান্টাইজড শক্তির স্তর প্রমাণ করেছেন—যেটির আকার রীতিমতো...
১২ দিন আগে