Ajker Patrika

ইউএফওর খোঁজে নাসার স্বতন্ত্র গবেষক দল

ইউএফওর খোঁজে নাসার স্বতন্ত্র গবেষক দল

অশনাক্ত উড়ন্ত বস্তু বা ইউএফও সংক্রান্ত ঘটনা অনুসন্ধানে ১৬ বিজ্ঞানীকে নিয়ে বহু প্রতীক্ষিত স্বতন্ত্র গবেষক দল গঠন করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। 

এক বিবৃতিতে নাসা জানিয়েছে, এই বিজ্ঞানী দল নাসার গবেষণা সংক্রান্ত অভ্যন্তরীণ তথ্য উপাত্ত ব্যবহার করবে। এবিষয়ে গবেষণা প্রতিবেদন আগামী বছর প্রকাশ করা হবে।

আজ সোমবার থেকেই অনুসন্ধান শুরু করবে গবেষকদের দল। পূর্ববর্তী তথ্য উপাত্ত পর্যবেক্ষণ ও বিশ্লেষণের জন্য তাঁরা ‍৯ মাসের মত সময় পাবেন। তা থেকে ভবিষ্যৎ গবেষণার জন্য উপাত্ত বিশ্লেষণের প্রক্রিয়া নির্ণয় করা হবে। 

এ বিষয়ে নাসার সহযোগী প্রশাসক থমাস যুরবুখেন এক বিবৃতিতে বলেন, বায়ুমণ্ডলের মধ্যে ও মহাশূন্যের অজানাকে জানার চেষ্টা নাসাকে স্বতন্ত্র পরিচয় দিয়েছে। 

‘এ পর্যন্ত ইউএফও বা মহাজাগতিক অজানা ঘটনাগুলো নিয়ে আমাদের কাছে যেসব তথ্য আছে তা এই গবেষক দলের জন্য বেশ কার্যকরী হবে বলে ধারণা করছি।’

গবেষক দলটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বিজ্ঞানীসহ মহাকাশ গবেষণার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিরা আছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

জুন থেকে এই গবেষণা চালু হয়েছে। ইউএফও বা ওই জাতীয় মহাজাগতিক গবেষণা আকাশপথে ও সামগ্রিক জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বলে নাসা জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত