Ajker Patrika

জার্মান বিদায়ী রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াতের আমিরের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার এই বৈঠক হয়। ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আজ বৃহস্পতিবার এই বৈঠক হয়। ছবি: সংগৃহীত

ঢাকায় জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

আজ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হয় বলে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলমের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎকালে শফিকুর রহমান দেশে অর্থবহ গণতন্ত্র, দুর্নীতিমুক্ত সমাজ ও প্রশাসন গঠন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমস্যার সমাধান, শিক্ষাব্যবস্থায় পরিবর্তনের মাধ্যমে ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে বলে উল্লেখ করেন।

ভবিষ্যতে জার্মানি ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সমৃদ্ধ ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাৎকালে বাংলাদেশে অর্থবহ গণতন্ত্র, স্থিতিশীলতা, অর্থনৈতিক অগ্রগতি ও জলবায়ু উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেন জার্মান রাষ্ট্রদূত। তিনি বলেন, মানুষ হত্যা করে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। গণতন্ত্রের জন্য প্রয়োজন সহযোগিতাপূর্ণ মনোভাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পর্নোগ্রাফিতে জড়িত সেই বাংলাদেশি যুগল গ্রেপ্তার

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি

দেবরের ছেলের সঙ্গে প্রেমের ইতি, থানায় বসে কবজি কাটলেন দুই সন্তানের মা

ভারত বলছে, ফোনালাপ হয়নি, জবাবে ট্রাম্প বললেন—তাহলে ওরা শুল্ক দিতে থাক

দনবাস রাশিয়ার দখলে চলে গেছে, সেটা মেনেই যুদ্ধ শেষ করো—জেলেনস্কিকে ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত