শ্যামপুর-কদমতলী (ঢাকা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়াগুলো মিথ্যা তথ্য এবং গুজব ছড়াচ্ছে। শেখ হাসিনার জন্য ভারত বিলাপ করছে। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা আমাদের দেশের মাটিতে তাঁদের পূজা–ধর্মীয় উৎসব নির্দ্বিধায় পালন করছেন।’
আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক ও খাদ্যসামগ্রী প্রদানকালে বিএনপির যাত্রাবাড়ী থানা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্রের একটা বিজয় অর্জন হয়েছে। আমরা বিচার বিভাগের আইনের শাসন নিশ্চিত করতে পারলেই জুলাই বিপ্লবের বিজয় অর্জন করা সম্ভব। এ লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
রুহুল কবির রিজভী বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, ‘আমরা আপনাদের সন্তানদের ফিরিয়ে দিতে পারব না। কিন্তু তাঁরা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যাত্রাবাড়ীতে তুমুল রক্তঝরা আন্দোলনে স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তারা বাসায় আর জীবিত ফিরতে পারে নাই। অনেক বাবা-মা বারণ করেছে কিন্তু তারপরও দামাল ছেলেদের কেউ দাবিয়ে রাখতে পারে নাই। তাঁরা রাজপথে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।’
তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র শেখ হাসিনা আটকে দিয়েছিলেন। কথা বলার স্বাধীনতা চেপে ধরে রেখেছিলেন। আইনের শাসনকে আজীবনের জন্য গোরস্থানে পাঠিয়েছিলেন। বিচার বিভাগের স্বাধীনতাকে ভাসিয়ে দিয়েছিলেন বঙ্গোপসাগরে। গণতন্ত্রের যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ, তাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস সবাইকে ঐক্যের ডাক দিয়েছেন। এই সরকারকে সব দল সমর্থন দিয়েছেন। এ সরকারকে ব্যর্থ করা যাবে না।’
শেষে প্রায় ১০০ শহীদ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা নবী উল্লাহ নবীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়াগুলো মিথ্যা তথ্য এবং গুজব ছড়াচ্ছে। শেখ হাসিনার জন্য ভারত বিলাপ করছে। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা আমাদের দেশের মাটিতে তাঁদের পূজা–ধর্মীয় উৎসব নির্দ্বিধায় পালন করছেন।’
আজ বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক ও খাদ্যসামগ্রী প্রদানকালে বিএনপির যাত্রাবাড়ী থানা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আমাদের গণতন্ত্রের একটা বিজয় অর্জন হয়েছে। আমরা বিচার বিভাগের আইনের শাসন নিশ্চিত করতে পারলেই জুলাই বিপ্লবের বিজয় অর্জন করা সম্ভব। এ লক্ষ্যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
রুহুল কবির রিজভী বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি জানিয়ে বলেন, ‘আমরা আপনাদের সন্তানদের ফিরিয়ে দিতে পারব না। কিন্তু তাঁরা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন তা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যাত্রাবাড়ীতে তুমুল রক্তঝরা আন্দোলনে স্কুলের শিক্ষার্থী ও সাধারণ মানুষেরা যখন শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। তারা বাসায় আর জীবিত ফিরতে পারে নাই। অনেক বাবা-মা বারণ করেছে কিন্তু তারপরও দামাল ছেলেদের কেউ দাবিয়ে রাখতে পারে নাই। তাঁরা রাজপথে এসে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন।’
তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র শেখ হাসিনা আটকে দিয়েছিলেন। কথা বলার স্বাধীনতা চেপে ধরে রেখেছিলেন। আইনের শাসনকে আজীবনের জন্য গোরস্থানে পাঠিয়েছিলেন। বিচার বিভাগের স্বাধীনতাকে ভাসিয়ে দিয়েছিলেন বঙ্গোপসাগরে। গণতন্ত্রের যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ, তাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনূস সবাইকে ঐক্যের ডাক দিয়েছেন। এই সরকারকে সব দল সমর্থন দিয়েছেন। এ সরকারকে ব্যর্থ করা যাবে না।’
শেষে প্রায় ১০০ শহীদ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা নবী উল্লাহ নবীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সংস্কার কমবেশির শর্ত দিয়ে অন্তর্বর্তী সরকারের দিক থেকে ঘুরেফিরে বারবার বলা হচ্ছে, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু জুন পর্যন্ত সময় দিতে নারাজ বিএনপি। দলটির দাবি, সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব করার কোনো কারণ নেই। ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চায়...
৯ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলছেন, ‘দেশে ঝটিকা মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ আবার কিন্তু ভয়াবহ ফ্যাসিবাদ তৈরি করবে। একটা ভয়ংকর ফ্যাসিবাদ তৈরি করতে চাইবে। এ সুযোগ দেশের মানুষ আর কখনো দেবে না, দিতে চায় না। সে জন্য এই সরকারকে আরও বেশি তৎপর হতে হবে।’ আজ শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর সদর
১৩ ঘণ্টা আগেবিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছে আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক সংস্থা এনফ্রেলের প্রতিনিধিদল। আগামী জাতীয় নির্বাচনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করে তারা।
১৫ ঘণ্টা আগেসমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গার্মেন্টসশ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদসহ নারায়ণগঞ্জের রূপগঞ্জের রবিনটেক্স গার্মেন্টসের গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি
১৮ ঘণ্টা আগে