Ajker Patrika

মগবাজারের ঘটনা মর্মস্পর্শী, সরকারের উদাসীনতায় প্রাণ ঝরে যাচ্ছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
মগবাজারের ঘটনা মর্মস্পর্শী, সরকারের উদাসীনতায় প্রাণ ঝরে যাচ্ছে: মির্জা ফখরুল

ঢাকা: রাজধানীর মগবাজারে ভয়াবহ দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এ দুর্ঘটনায় প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এসব ঘটনা থেকে শিক্ষা নিয়ে তা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার উদাসীনতা দেখিয়েছে। তাদের উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে।

রোববার রাতে এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে দুর্ঘটনার কারণ উন্মোচনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি নিহতদের আত্মার শান্তি কামনা, আহতদের সুচিকিৎসা ও ক্ষতিপূরণের দাবিও জানান।

মির্জা ফখরুল বলেন, সরকারের প্রয়োজনীয় দিক নির্দেশনার অভাবে বিভিন্ন বিভাগ ও সংস্থা এসব দুর্ঘটনা প্রতিরোধে কোন কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। এ জন্য এ ধরনের ঘটনা রোধে সরকারের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নের উদ্রেক করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিস্তা প্রকল্পে ভারত কেন বেজার

রাশিয়ার জব্দ ১৬২ বিলিয়ন ডলার দিয়ে ইউক্রেনের জন্য কোথা থেকে অস্ত্র কেনা হবে, তা নিয়ে বিভক্ত ইইউ

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

মব সৃষ্টি করে নারীর টাকা-চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে

‎টঙ্গী থেকে নিখোঁজ ইমামকে পঞ্চগড়ে উদ্ধার

এলাকার খবর
Loading...