মাগুরা প্রতিনিধি
মাগুরায় বিএনপির লোকজনের হামলায় আওয়ামী লীগের এক নেতা গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত মাহফুজুর রহমান তুষার (৬০) শ্রীকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজুর গতকাল সন্ধ্যায় গ্রামের বাড়ি দাইরপোল থেকে রিকশা-ভ্যানে করে খামারপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ৮-১০ জন ধারালো দা এবং লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে জখম করে রাস্তায় ফেলে গেলে পরে গ্রামবাসী তাঁকে উদ্ধার করে।
মাহফুজুরের ভাই মিয়া মোখলেছুর রহমান দাবি করেছেন, রাজনৈতিক বিরোধের কারণে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলমের ভাতিজা রাজিনের নেতৃত্বে সুরুজ, কুদ্দুসসহ ৮-১০ জন এই হামলা চালান। মোখলেছুর এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জানতে চাইলে আশরাফুল বলেন, ‘রাজনৈতিক বিরোধের কারণে তাঁর (মাহফুজুর) ওপর হামলা হতে পারে। তবে সেখানে আমার পরিবারের ঘনিষ্ঠ কেউ উপস্থিত ছিল না।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলি বলেন, ‘হামলার পর এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে নজর রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলার ঘটনায় কারা জড়িত এর তদন্ত চলছে।’
মাগুরায় বিএনপির লোকজনের হামলায় আওয়ামী লীগের এক নেতা গুরুতর জখম হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত মাহফুজুর রহমান তুষার (৬০) শ্রীকোল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফুজুর গতকাল সন্ধ্যায় গ্রামের বাড়ি দাইরপোল থেকে রিকশা-ভ্যানে করে খামারপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ৮-১০ জন ধারালো দা এবং লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে জখম করে রাস্তায় ফেলে গেলে পরে গ্রামবাসী তাঁকে উদ্ধার করে।
মাহফুজুরের ভাই মিয়া মোখলেছুর রহমান দাবি করেছেন, রাজনৈতিক বিরোধের কারণে উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ারদার আশরাফুল আলমের ভাতিজা রাজিনের নেতৃত্বে সুরুজ, কুদ্দুসসহ ৮-১০ জন এই হামলা চালান। মোখলেছুর এই হামলার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জানতে চাইলে আশরাফুল বলেন, ‘রাজনৈতিক বিরোধের কারণে তাঁর (মাহফুজুর) ওপর হামলা হতে পারে। তবে সেখানে আমার পরিবারের ঘনিষ্ঠ কেউ উপস্থিত ছিল না।’
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলি বলেন, ‘হামলার পর এলাকায় যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে নজর রেখেছি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। হামলার ঘটনায় কারা জড়িত এর তদন্ত চলছে।’
ঐকমত্য হওয়া বিষয়গুলো শুধু জুলাই জাতীয় সনদে রাখা, সনদ নিয়ে আদালতে যাওয়ার সুযোগ রাখা, রাষ্ট্রপরিচালনার চার মূলনীতি তথা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভিত্তি বাদ না দেওয়া, জুলাই সনদ সংবিধানের তফসিলে যুক্ত না করাসহ সাতটি বিষয়ে আপত্তি জানিয়েছে সিপিবি-বাসদসহ বামপন্থী চারটি দল।
১৫ মিনিট আগেজামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন ‘যাঁরা পিআরের বিরোধিতা করছেন, আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, সাহস থাকলে আজকে গণভোটের মুখোমুখি হন। দেখা যাবে আপনাদের পক্ষে জনগণ না, পিআরের পক্ষে। এ জন্য আমরা বলতে চাই, নভেম্বরের মধ্যেই গণভোটের ব্যবস্থা করে প্রমাণ করতে হবে...
২ ঘণ্টা আগেদেশে ধারাবাহিকভাবে অগ্নিকাণ্ডের ঘটনা বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্র উল্লেখ করে গণঅধিকার পরিষদের নেতারা জানিয়েছেন, নির্বাচন যত ঘনিয়ে আসবে, এ ধরনের ঘটনা বাড়তে পারে। এ কারণে আগামী জানুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে হবে।
৬ ঘণ্টা আগেবিএনপির কার্যালয়ে সাংবাদিক নির্যাতনের ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ সোমবার (২০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই উদ্বেগ প্রকাশ করে দলটি।
৬ ঘণ্টা আগে