নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারের নানা কর্মকাণ্ডের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকার অনেকটা একা হয়ে গেছে।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত ‘মহান বিজয় দিবস ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘গুম হওয়া একটি পরিবারের খোঁজ-খবর নিতে গিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রদূত। সেখানে সরকারের পেটোয়া বাহিনী তাঁকে অপমান করেছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এগুলো সরকার কীভাবে লুকিয়ে রাখবে। বিশ্বসভায় সরকার এখন একঘরে হয়ে গেছে।’
প্রসঙ্গত, নিখোঁজদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাকের’ সদস্যদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাজধানীর শাহিনবাগের একটি বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই বাসায় ২০১৩ সাল থেকে নিখোঁজ বিএনপি নেতা মাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি থাকেন। মার্কিন রাষ্ট্রদূত যখন সকালে ওই বাসায় যান তখন ওই বাসার বাইরে ‘মায়ের কান্না’ নামে আরেকটি সংগঠনের সদস্যরাও স্মারকলিপি দেওয়ার জন্য হাজির হন। শাহিনবাগের বাসা থেকে মার্কিন রাষ্ট্রদূত বের হলে স্মারকলিপি দেওয়া নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেদিনই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সরকার গণদুশমনে পরিণত হয়েছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘দেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে, এ সরকারকে যত দ্রুত সম্ভব বিদায় করবে। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সরকারকে বিদায় দেওয়ার জন্য তারা একমত হয়েছে। এটা বিএনপির গণসমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।’
খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার সকল সত্য ঘটনাকে বিকৃত করে এবং শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য নির্যাতন নিপীড়ন ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাঁদের এই ষড়যন্ত্রকে মোকাবিলা করে জনগণের ১০ দফা দাবি বিএনপির প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হয়েছে। জনগণের এ দাবি আদায়ের জন্য আমাদের আরও বেশি সক্রিয় হতে হবে, শক্তি সঞ্চার করতে হবে। যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।’
খন্দকার মোশাররফ আরও বলেন, ‘আওয়ামী লীগ যদি গায়ের জোরে এভাবে ক্ষমতায় থাকে, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে না। যে অর্থনীতি তারা ধ্বংস করেছে এ অর্থনীতির পুনরুদ্ধার করা সম্ভব হবে না। যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সে বিচার ব্যবস্থাকে স্বাধীন করা যাবে না। আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটাকে রোধ করা সম্ভব হবে না। তাই পেশাজীবী-জনতাকে সোচ্চার হতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক জোট হয়ে লড়াইয়ে নামতে হবে।’
সরকারের নানা কর্মকাণ্ডের কারণে বিশ্বের দরবারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ। তিনি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে বর্তমান সরকার অনেকটা একা হয়ে গেছে।’
আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি) আয়োজিত ‘মহান বিজয় দিবস ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, ‘গুম হওয়া একটি পরিবারের খোঁজ-খবর নিতে গিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রদূত। সেখানে সরকারের পেটোয়া বাহিনী তাঁকে অপমান করেছে। এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এগুলো সরকার কীভাবে লুকিয়ে রাখবে। বিশ্বসভায় সরকার এখন একঘরে হয়ে গেছে।’
প্রসঙ্গত, নিখোঁজদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাকের’ সদস্যদের সঙ্গে কথা বলতে গত বুধবার রাজধানীর শাহিনবাগের একটি বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। ওই বাসায় ২০১৩ সাল থেকে নিখোঁজ বিএনপি নেতা মাজেদুল ইসলাম সুমনের বোন সানজিদা ইসলাম তুলি থাকেন। মার্কিন রাষ্ট্রদূত যখন সকালে ওই বাসায় যান তখন ওই বাসার বাইরে ‘মায়ের কান্না’ নামে আরেকটি সংগঠনের সদস্যরাও স্মারকলিপি দেওয়ার জন্য হাজির হন। শাহিনবাগের বাসা থেকে মার্কিন রাষ্ট্রদূত বের হলে স্মারকলিপি দেওয়া নিয়ে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। সেদিনই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দেখা করে নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
সরকার গণদুশমনে পরিণত হয়েছে উল্লেখ করে খন্দকার মোশাররফ বলেন, ‘দেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে, এ সরকারকে যত দ্রুত সম্ভব বিদায় করবে। জনগণ এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সরকারকে বিদায় দেওয়ার জন্য তারা একমত হয়েছে। এটা বিএনপির গণসমাবেশের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে।’
খন্দকার মোশাররফ বলেন, ‘সরকার সকল সত্য ঘটনাকে বিকৃত করে এবং শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য নির্যাতন নিপীড়ন ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। তাঁদের এই ষড়যন্ত্রকে মোকাবিলা করে জনগণের ১০ দফা দাবি বিএনপির প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হয়েছে। জনগণের এ দাবি আদায়ের জন্য আমাদের আরও বেশি সক্রিয় হতে হবে, শক্তি সঞ্চার করতে হবে। যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।’
খন্দকার মোশাররফ আরও বলেন, ‘আওয়ামী লীগ যদি গায়ের জোরে এভাবে ক্ষমতায় থাকে, তাহলে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে না। যে অর্থনীতি তারা ধ্বংস করেছে এ অর্থনীতির পুনরুদ্ধার করা সম্ভব হবে না। যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সে বিচার ব্যবস্থাকে স্বাধীন করা যাবে না। আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটাকে রোধ করা সম্ভব হবে না। তাই পেশাজীবী-জনতাকে সোচ্চার হতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে এক জোট হয়ে লড়াইয়ে নামতে হবে।’
নিষিদ্ধঘোষিত সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের ৪২১ নেতা-কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা ও কয়েকটি দাবিতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ রোববার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রেজারার, প্রক্টর ও রেজিস্ট্রার বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
২২ মিনিট আগে‘স্বাধীনতাযুদ্ধে যেমন আমাদের রক্ত রয়েছে, জীবনদান রয়েছে, শ্রম রয়েছে, তেমনি আন্দোলনেও আমাদের রক্তদান, শ্রম ও কষ্ট রয়েছে। এখন আওয়ামী লীগ নেই। এরপর বিএনপিও থাকবে না, তাহলে কি একাত্তরের রাজাকারেরা দেশ চালাবে। এটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না।’
৩ ঘণ্টা আগেবাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। আজ রোববার (২০ জুলাই) বিকেলে ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, জামায়াত আমারিরে খোঁজ নিতে সেনাপ্রধান তাঁকে ফোন দিয়েছিলেন।
৩ ঘণ্টা আগেরোববার রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে মির্জা ফখরুল এ কথা বলেন। ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার।
৬ ঘণ্টা আগে