Ajker Patrika

রুট পারমিট চাওয়া ছাত্র কাউন্সিল নেতা দাউদের সাংগঠনিক পদ স্থগিত, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদ। ছবি: সংগৃহীত
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদ। ছবি: সংগৃহীত

চিত্রা পরিবহন লিমিটেড নামক একটি বাস কোম্পানির অংশীদারিত্ব ও রুট পারমিট আদায়ের অভিযোগের প্রেক্ষিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল তাদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদের সকল সাংগঠনিক পদ স্থগিত করেছে। একই সঙ্গে ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৬ মে) সংগঠনের সভাপতি ছায়েদুল হক নিশান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, অভিযোগ তদন্তে কেন্দ্রীয় সদস্য ফিরোজ আহমদকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যরা হলেন— ফাহিম আহমদ চৌধুরী (সাধারণ সম্পাদক), এ্যানি চৌধুরী, রুহুল আমীন এবং সাংবাদিক আয়েন উদ্দিন। তদন্ত কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন কেন্দ্রীয় কমিটি বরাবর জমা দেবে। তদন্ত সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তদন্তের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম দাউদের সকল সাংগঠনিক পদ স্থগিত করা হলো। কেন্দ্রীয় কমিটির পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

অভিযোগের বিষয়ে মহিদুল ইসলাম দাউদের প্রাথমিক বক্তব্য উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অভিযোগের প্রেক্ষিতে মহিদুল ইসলাম দাউদ সংগঠনকে অবহিত করেছেন যে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সত্য নয় এবং উক্ত প্রক্রিয়ার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এই বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি পত্রিকায় প্রতিবাদলিপি পাঠাবেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানানো হয়েছে। তবে অধিকতর অনুসন্ধানের জন্য সংগঠন নিজস্ব সাংগঠনিক প্রক্রিয়ায় তদন্ত চালিয়ে যাবে বলে সংগঠনের দুই শীর্ষ নেতা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত