Ajker Patrika

জর্জ ওয়াশিংটনের সঙ্গে জিয়াউর রহমানের তুলনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জর্জ ওয়াশিংটনের সঙ্গে জিয়াউর রহমানের তুলনা

বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের তুলনা করলেন দলটির নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আমীর খসরু বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে দেশের কোনো নেতার তুলনা চলে না।’ 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরুর মতে, বিশ্বের হাতে গোনা কয়েকজন নেতার মধ্যে জিয়াউর রহমান অন্যতম। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মতো নেতার সঙ্গেই কেবল জিয়ার তুলনা করা যেতে পারে। 

গতকাল রোববার রাতে মহান বিজয় দিবস উপলক্ষে এক ভার্চ্যুয়াল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু এ কথা বলেন। ‘বিজয়ের ৫০ বছর-প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। 

আমীর খসরু বলেন, ‘জর্জ ওয়াশিংটন, উনি তাঁর দেশের ফাউন্ডেশনাল ভ্যালু দিয়েছেন। জিয়াউর রহমানও বাংলাদেশের রাজনীতিতে ফাউন্ডেশনাল ভ্যালু দিয়েছেন। যার ওপর ভিত্তি করে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, সেই ফাউন্ডেশনাল ভ্যালুটা উনি এক্সিকিউট করেছেন। ওনাকে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে তুলনায় না এনে ওনার কর্মকাণ্ডকে অন্য জায়গায় নিয়ে যাওয়া উচিত। যাতে করে বিতর্ক সৃষ্টি না হয়। এত চড়াই-উতরাইয়ের মধ্যেও বাংলাদেশ আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে, জিয়াউর রহমানের রেখে যাওয়া শক্তিশালী ভিত্তির কারণে সেটা সম্ভব হয়েছে।’ 

উল্লেখ্য, জর্জ ওয়াশিংটন একজন আমেরিকান যোদ্ধা এবং যুক্তরাষ্ট্রের ‘ফাউন্ডিং ফাদার’ বলা হয় তাঁকে। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট। ১৭৮৯ থেকে ১৭৯৭ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ওয়াশিংটন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত