Ajker Patrika

খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিএনপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১৬: ৫৩
খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি বিএনপির

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে আগামী দিনে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

আজ বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে এ কথা জানান বিএনপির এই নেতা। 

আমীর খসরু বলেন, ‘অনতি বিলম্বে দেশনেত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে যদি ওনার চিকিৎসার ব্যবস্থা করা না হয়, বাংলাদেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না। আগামী ১৯ তারিখ আমাদের প্রতিবাদ কর্মসূচি আছে। পরবর্তীকালে প্রয়োজনে দেশনেত্রীর চিকিৎসার জন্য আরও কঠিন কর্মসূচি আসতে পারে।’ 

খসরু আরও বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়াকে চিকিৎসা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সজ্ঞানে, ডাক্তারদের বারবার অনুরোধ করা সত্ত্বেও তারা সেদিকে এগিয়ে যাচ্ছে। এর দায় এই সরকার শুধু নয়, এই সরকারের সঙ্গে জড়িত যারাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা-বানোয়াট মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেছে, যারা চিকিৎসা থেকে বঞ্চিত করছে—প্রত্যেককে এই দায় বইতে হবে আগামী দিনে।’ 

এ সময় নেতা-কর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘সবার তৈরি থাকতে হবে। দেশনেত্রীকে বাঁচাতে হবে, গণতন্ত্রকে বাঁচাতে হবে। মানবাধিকার, আইনের শাসন ফেরাতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে দেশনেত্রীকে বাঁচাতে হবে। আমরা বিশ্বাস করি, উনি আবার রাজনৈতিক অঙ্গনে ফিরে আসবে, লক্ষ-কোটি জনতার সামনে বক্তব্য রাখবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত