নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার অর্জিত বিজয় একটি মহল নস্যাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে শেরে বাংলা নগরে দলের বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তাঁরা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতা-কর্মীদের ওপরে অন্যায়ভাবে হামলার করার চেষ্টা করছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা শপথ নিয়েছি, আজকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। অন্যান্য ব্যক্তিবর্গ যারা এই গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছেন, তাঁদের মুক্তি কিছু হয়েছে, কিছু বাকি আছে। আমরা সবগুলো মুক্তির জন্য ব্যবস্থা করছি।’
বিএনপি নেতা-কর্মীরা গোলযোগে জড়িত নয় দাবি করে ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতা-কর্মী কোনোভাবে গোলযোগের সঙ্গে জড়িত নয়। উপরন্তু আমরা চেষ্টা করছি সেটাকে বন্ধ করার। এ জন্য সকলকে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, সমঅধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১২টায় দলের সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে যান এবং পুষ্পমাল্য অর্পণ করেন মির্জা ফখরুল। এই সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক মীর সরাফত আলী সপু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সস্পাদক নাজমুল হাসান প্রমুখ।
ছাত্র-জনতার অর্জিত বিজয় একটি মহল নস্যাতের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার দুপুরে শেরে বাংলা নগরে দলের বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল বলেন, ‘কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র-জনতার বিজয়কে নস্যাৎ করে দেওয়ার ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তাঁরা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতা-কর্মীদের ওপরে অন্যায়ভাবে হামলার করার চেষ্টা করছে।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা শপথ নিয়েছি, আজকে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমরা সুসংহত করব। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। অন্যান্য ব্যক্তিবর্গ যারা এই গণতান্ত্রিক আন্দোলনে বন্দী হয়েছেন, তাঁদের মুক্তি কিছু হয়েছে, কিছু বাকি আছে। আমরা সবগুলো মুক্তির জন্য ব্যবস্থা করছি।’
বিএনপি নেতা-কর্মীরা গোলযোগে জড়িত নয় দাবি করে ফখরুল বলেন, ‘আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতা-কর্মী কোনোভাবে গোলযোগের সঙ্গে জড়িত নয়। উপরন্তু আমরা চেষ্টা করছি সেটাকে বন্ধ করার। এ জন্য সকলকে সজাগ থাকতে হবে।’
তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, সমঅধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই।’
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা সাড়ে ১২টায় দলের সভাপতি এসএম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে নেতা-কর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে যান এবং পুষ্পমাল্য অর্পণ করেন মির্জা ফখরুল। এই সময়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক মীর সরাফত আলী সপু, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সস্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রশীদ হাবিব, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসীন আলী, সাংগঠনিক সস্পাদক নাজমুল হাসান প্রমুখ।
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ওপর আদালতের নিষেধাজ্ঞার সুযোগে দলের ভেতর নতুন মেরুকরণ তৈরি হয়েছে। জিএম কাদের-বিরোধী অংশ গতকাল মঙ্গলবার এক সভায় দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে। একই সঙ্গে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে...
২২ মিনিট আগেজাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। এই ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সৃষ্ট দোদুল্যমান অবস্থার অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
১১ ঘণ্টা আগেতিনি বলেন, ‘আন্দোলনে শহীদ পরিবার, আহতদের ব্যাপারে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই। যাঁরা শহীদ হয়েছেন, এমনকি যাঁরা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জাতির পক্ষ থেকে দাবি ছিল, তাঁদের বিভিন্ন উপাধিতে ভূষিত করার। মুক্তিযুদ্ধে যেমনটা হয়েছে। তাঁদের ভাতা দেওয়ার ঘোষণা আসা উচিত ছিল; রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার ঘোষণা আসা উ
১৪ ঘণ্টা আগে‘জুলাই সনদ’ প্রণয়নের জন্য গত এক বছরে সবচেয়ে সোচ্চার ছিল এনসিপি। সেই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান ছিল আজ মঙ্গলবার। শুধু তা-ই নয়, জুলাই শহীদদের সংবর্ধনাসহ গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে রাজধানীতে একাধিক অনুষ্ঠানও চলছিল। এমন দিনে এনসিপির পাঁচজন শীর্ষ নেতাকে হঠাৎ কক্সবাজারে দেখা গেছে।
১৫ ঘণ্টা আগে