Ajker Patrika

একযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের ফেসবুক পোস্ট, কী হচ্ছে ৩১ ডিসেম্বর?

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫৮
ফাইল ছবি
ফাইল ছবি

একযোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী সমন্বয়কদের ফেসবুক পোস্ট নিয়ে শুরু হয়েছে আলোচনা। বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী বেশ কয়েকজন ফেসবুক পোস্টে লেখেন, ‘এ বছরই হবে। ৩১ ডিসেম্বর। ইনশা আল্লাহ!’। এ ছাড়া কেউ কেউ লেখেন, ‘Comrades Now or Never.’

অভ্যুত্থানে নেতৃত্বদানকারী একাধিক সমন্বয়কের সঙ্গে কথা বলেছে আজকের পত্রিকা। তাঁরা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের ইশতেহার ‘জুলাই প্রোক্লেমেশন’ ঘোষণা করবে ছাত্র-জনতা। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ৩টায় রাজধানীর শহীদ মিনারে এই ইশতেহার ঘোষণা করা হবে।

তাঁরা বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের এটা আগে ঘোষণা করার কথা ছিল, যা বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। যেহেতু ‘২৪ সালে গণ-অভ্যুত্থান হয়েছে, তাই ‘২৪ সালের মধ্যে এটা ঘোষণা করার জন্য তাৎক্ষণিক সিদ্ধান্তে তোড়জোড় করা হচ্ছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিটি বিপ্লব বা গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র থাকে, সেটার (গণ-অভ্যুত্থান) লেজিটিমেসি থাকে, সেটা সংরক্ষণেরও প্রয়োজন রয়েছে। তারই অংশ হিসেবে ইশতেহার ঘোষণা করা হবে।’

ইশতেহার কে ঘোষণা করবেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘সেটা এখনো ডিসাইড করা হয়নি। গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল স্তরের মানুষ সেদিন উপস্থিত থাকবে। একটি নতুন দিনের জন্য আমরা অপেক্ষায় আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত