নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মেগা প্রকল্পগুলো থেকে দুর্নীতি করে ১ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছে। এর ফলে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের নেতারা ব্যাংক ও মেগা প্রকল্পগুলো থেকে হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে অভিযোগ করে আমীর খসরু বলেন, ‘ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি হিসেবে প্রতিবছর ৭-৮ বিলিয়ন টাকা তারা বাইরে নিয়ে গেছে। অর্থাৎ, ১৪-১৫ বছরে ১০০ বিলিয়ন ডলার, মানে ১ লাখ কোটি টাকার ওপরে বিদেশে পাচার করেছে।’
লুটপাট, পাচারের ফলে ঋণের টাকায় মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হচ্ছে এবং এই ঋণের দায় জনগণের ওপর পড়বে জানিয়ে তিনি বলেন, ‘এখন ঋণ এতগুণ বেড়েছে যে আগামী দিনে এই ঋণ পরিশোধ করতে বাংলাদেশ বড় ধরনের সমস্যায় পড়বে।’
দেশে আইন করে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আবার দেখাচ্ছে আমরা ব্রিজ করতেছি, টানেল করতেছি, এটা-ওটা করতেছি। ১৫ বছর একটানা থাকলে যেকোনো সরকার এর তিন গুণ কাজ করতে পারে। তারা লুটপাট করবে, আর এর ঋণের টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশের জনগণকে।’
তিনি বলেন, ‘আইয়ুব খানের কথা মনে আছে? আইয়ুব খান উন্নয়নের গান গাইত। আইয়ুব খান উন্নয়নের গান গাইতে গিয়ে কী হয়েছে? বাংলাদেশ স্বাধীনই হয়ে গেছে। গণতন্ত্রে মানুষের অধিকার ছাড়া উন্নয়ন টেকসই হতে পারে না।’
দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘অনেকেই পরিবারের চিকিৎসা করাতে পারছে না, লেখাপড়া করাতে পারছে না। আর আওয়ামী লুটেরারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করে আবার উন্নয়নের কথা বলছে। এই উন্নয়ন করতে গিয়ে দেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে দেওয়া হয়েছে।’
সরকার আবারও একতরফা নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে, কাল থেকে কাজ শুরু হবে। কার নির্বাচন? কার নির্বাচন আপনি করছেন? বাংলাদেশের মানুষের নির্বাচন, না কোনো একটা দলের নির্বাচন? মানুষকে বোকা ভাবছে ওরা। নির্বাচনের একটা ঘোষণা দিল আর নির্বাচন হয়ে গেল।’
বর্তমান পরিস্থিতি দেশের মানুষের সহ্যের বাইরে চলে গেছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে তাদের অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য। তার গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকারের জন্য। প্রতিদিন দেশের মানুষ প্রত্যাশা করে কালকে একটা কিছু হবে, পরশু একটা কিছু হবে।’
আওয়ামী লীগ গত ১৫ বছরে দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও মেগা প্রকল্পগুলো থেকে দুর্নীতি করে ১ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করেছে। এর ফলে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র ফোরাম আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে ন্যায়বিচার, গণতন্ত্র ও মানবাধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের নেতারা ব্যাংক ও মেগা প্রকল্পগুলো থেকে হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে অভিযোগ করে আমীর খসরু বলেন, ‘ওয়াশিংটনভিত্তিক গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি হিসেবে প্রতিবছর ৭-৮ বিলিয়ন টাকা তারা বাইরে নিয়ে গেছে। অর্থাৎ, ১৪-১৫ বছরে ১০০ বিলিয়ন ডলার, মানে ১ লাখ কোটি টাকার ওপরে বিদেশে পাচার করেছে।’
লুটপাট, পাচারের ফলে ঋণের টাকায় মেগা প্রকল্প বাস্তবায়ন করতে হচ্ছে এবং এই ঋণের দায় জনগণের ওপর পড়বে জানিয়ে তিনি বলেন, ‘এখন ঋণ এতগুণ বেড়েছে যে আগামী দিনে এই ঋণ পরিশোধ করতে বাংলাদেশ বড় ধরনের সমস্যায় পড়বে।’
দেশে আইন করে দুর্নীতি হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘আবার দেখাচ্ছে আমরা ব্রিজ করতেছি, টানেল করতেছি, এটা-ওটা করতেছি। ১৫ বছর একটানা থাকলে যেকোনো সরকার এর তিন গুণ কাজ করতে পারে। তারা লুটপাট করবে, আর এর ঋণের টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশের জনগণকে।’
তিনি বলেন, ‘আইয়ুব খানের কথা মনে আছে? আইয়ুব খান উন্নয়নের গান গাইত। আইয়ুব খান উন্নয়নের গান গাইতে গিয়ে কী হয়েছে? বাংলাদেশ স্বাধীনই হয়ে গেছে। গণতন্ত্রে মানুষের অধিকার ছাড়া উন্নয়ন টেকসই হতে পারে না।’
দেশের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ‘অনেকেই পরিবারের চিকিৎসা করাতে পারছে না, লেখাপড়া করাতে পারছে না। আর আওয়ামী লুটেরারা লাখ লাখ টাকা বিদেশে পাচার করে আবার উন্নয়নের কথা বলছে। এই উন্নয়ন করতে গিয়ে দেশের অর্থনৈতিক কাঠামো একেবারে ভেঙে দেওয়া হয়েছে।’
সরকার আবারও একতরফা নির্বাচন আয়োজনের পাঁয়তারা করছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে, কাল থেকে কাজ শুরু হবে। কার নির্বাচন? কার নির্বাচন আপনি করছেন? বাংলাদেশের মানুষের নির্বাচন, না কোনো একটা দলের নির্বাচন? মানুষকে বোকা ভাবছে ওরা। নির্বাচনের একটা ঘোষণা দিল আর নির্বাচন হয়ে গেল।’
বর্তমান পরিস্থিতি দেশের মানুষের সহ্যের বাইরে চলে গেছে জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছে তাদের অধিকারের জন্য, ভোটাধিকারের জন্য। তার গণতান্ত্রিক, রাজনৈতিক, সাংবিধানিক অধিকারের জন্য। প্রতিদিন দেশের মানুষ প্রত্যাশা করে কালকে একটা কিছু হবে, পরশু একটা কিছু হবে।’
ছারছীনা দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
১১ ঘণ্টা আগেজুলাই সনদের খসড়ার সঙ্গে বিএনপি মোটামুটি একমত বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘কিন্তু ওখানে কিছু বাক্য, শব্দ, গঠনপ্রণালি ইত্যাদি নিয়ে কারও কোনো মতামত রয়েছে কি না, সে জন্য সব রাজনৈতিক দলের কাছে দিয়েছে। আমাদের সংশোধনী থাকবে ভাষাগত ও বাক্যগত।
১৪ ঘণ্টা আগেরংপুরে হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে।’ আজ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে এনসিপির আয়োজনে জুলাই পদযাত্রা উপলক্ষে সমাবেশে দেওয়া বক্তব্যে নাহিদ এসব কথা বলেন। জেলা শহরের ন
১৬ ঘণ্টা আগেগণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটই তৈরি হয়েছে ২০১৮ সালের কোটা বাতিলের রায়ের পরিপত্র বাতিলের পরিপ্রেক্ষিতে। তাই জুলাই সনদে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের ভূমিকা তুলে ধরতে হবে।
১৬ ঘণ্টা আগে