Ajker Patrika

দেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মাগুরা প্রতিনিধি
দেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ এখন উচ্চ মর্যাদাশীল দেশ। দেশের গ্রামগুলো এখন শহরে পরিণত হয়েছে বলে মন্তব্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘নির্বাচনের প্রস্তুতি নিয়ে নৌকাকে আবারও বিপুল ভোটে জয়ী করুন। মনে রাখবেন ৭১-এর পরাজিত শক্তি নির্বাচনকে বানচাল করতে চায়। তারা বাংলাদেশের উন্নয়ন ও দেশের মানুষকে ভালোবাসে না। ফলে তারা দেশের উন্নয়ন চায় না।’ 

আজ শুক্রবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রী কলেজ মাঠে উন্নয়ন জনসভায় এসব কথা বলেন এই প্রতিমন্ত্রী। 

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ‘আমরা এখন প্রত্যেক সূচকে এগিয়ে যাচ্ছি। দেশের উন্নয়নে নৌকার কোনো বিকল্প নেই। তাই আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন।’ 

পরপর তিন মেয়াদে সরকার গঠন করেছে আওয়ামী লীগ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনে সকাল সকাল ভোট দিয়ে নৌকাকে আবারও বিজয়ী করে সরকার গঠন করতে সহযোগিতা অব্যাহত রাখুন। ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় আনতে হবে। প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা কে ধারণ করে নৌকাকে ভোট দিতে হবে।’ 

মাগুরার দুটি আসন আওয়ামী লীগের ঘাঁটি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘মাগুরার সেই উপনির্বাচনের কথা দেশবাসী ভুলে যায়নি। আওয়ামী লীগ এরপর এককভাবে এ আসনে বিজয়ী হয়ে আসছে। এবারও আমরা বিপুল ভোটে জয়ী হব।’ 

উন্নয়ন জনসভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মাগুরা ১-আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, সহসভাপতি মুন্সি রেজাউল ইসলাম ও সৈয়দ শরিফুল ইসলাম। উন্নয়ন জনসভায় উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত