Ajker Patrika

পাপুলের আসন শূন্য, সংসদে জানালেন স্পিকার

আপডেট : ০১ এপ্রিল ২০২১, ১৩: ৩৩
পাপুলের আসন শূন্য, সংসদে জানালেন স্পিকার

মানব ও অর্থপাচারে কুয়েতে সাজাপ্রাপ্ত শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ বৃহস্পতিবার সংসদের দ্বাদশ অধিবেশন শুরুর পর স্পিকার এই বিষয়ে সংসদকে অবহিত করেন। পাপুল লক্ষ্মীপুর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 

আজ অধিবেশন শুরু হয় সকাল ১১টায়, চলবে তিন কার্যদিবস। ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতায় এ অধিবেশন আহ্বান করা হয়েছে।

অধিবেশনে স্পিকার বলেন, কুয়েতের আদালতে সাজা হওয়ায় নৈতিক স্খলনজনিত কারণে সংবিধানের ৬৬/২ ধারা অনুযায়ী আর সংসদ সদস্য থাকতে পারেন না। গত ২৮ জানুয়ারি লক্ষ্মীপুর-২ আসন শূন্য হয়েছে। সংবিধানের ৬৭/১ এর ‘ঘ’ ধারা অনুযায়ী তার আসন শূন্য ঘোষণা করা হয়েছে।

২০২০ সালের শুরুতে পাপুলের বিরুদ্ধে মানবপাচার ও অর্থপাচারের অভিযোগ ওঠে। পরে ওই মামলায় তাকে কুয়েতে গ্রেফতার করা হয়।  

পাপুলের মামলার রায় হয় গত ২৮ জানুয়ারি ২০২১। তাকে চার বছরের কারাদণ্ড ও ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত