নওগাঁ প্রতিনিধি
বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘যে দল আগুন-সন্ত্রাস করে, হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। এদের রুখতে হবে। ভোট যারা বানচাল করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে। বিএনপি ভোটে আসতে চায় না। কারণ তাদের কোনো অর্জন নেই।’
আজ বুধবার দুপুরে নওগাঁর সাপাহারে দীঘিরহাট কলেজ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে আবারও সেই কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। আশ্বিন মাসে উত্তরাঞ্চলে মঙ্গা হতো, মানুষ কষ্ট পেত। এখন মঙ্গা নেই, সোনালি ফসলে ভরে উঠেছে কৃষকের মাঠ। আমাদের খাবারের অভাব নাই।’
মায়েদের একটু বেশি ভালোবাসেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘মায়েদের মোবাইল ফোনে সন্তানদের উপবৃত্তির টাকা, গর্ভবতী নারীদের ভাতা, বয়স্ক ও বিধবাদেরও ভাতা দেন তিনি। এসব কারণে সমাজে নারীদের অবস্থানের উন্নয়ন হয়েছে। গৃহহীনদের গৃহনির্মাণও করে দিয়েছেন প্রধানমন্ত্রী।’
অনুষ্ঠানে গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ।
বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘যে দল আগুন-সন্ত্রাস করে, হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এ দেশে রাজনীতি করার অধিকার নেই। এদের রুখতে হবে। ভোট যারা বানচাল করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে। বিএনপি ভোটে আসতে চায় না। কারণ তাদের কোনো অর্জন নেই।’
আজ বুধবার দুপুরে নওগাঁর সাপাহারে দীঘিরহাট কলেজ মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় এসে আবারও সেই কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। আশ্বিন মাসে উত্তরাঞ্চলে মঙ্গা হতো, মানুষ কষ্ট পেত। এখন মঙ্গা নেই, সোনালি ফসলে ভরে উঠেছে কৃষকের মাঠ। আমাদের খাবারের অভাব নাই।’
মায়েদের একটু বেশি ভালোবাসেন উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘মায়েদের মোবাইল ফোনে সন্তানদের উপবৃত্তির টাকা, গর্ভবতী নারীদের ভাতা, বয়স্ক ও বিধবাদেরও ভাতা দেন তিনি। এসব কারণে সমাজে নারীদের অবস্থানের উন্নয়ন হয়েছে। গৃহহীনদের গৃহনির্মাণও করে দিয়েছেন প্রধানমন্ত্রী।’
অনুষ্ঠানে গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার প্রমুখ।
প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধান হতে পারবেন না, জাতীয় ঐকমত্য কমিশনের এমন সিদ্ধান্তের বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘দলীয় প্রধান প্রধানমন্ত্রী হবেনই—এমন কোনো বাধ্যবাধকতা নেই, আবার তাঁকে প্রধানমন্ত্রিত্ব থেকে বাদ দেওয়ারও কোনো যৌক্তিকতা নেই।’
১ ঘণ্টা আগেজামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘অনেক শাসন দেখেছি। এগুলো শাসন ছিল না, শোষণ ছিল। আমরা এখন সৎ শাসক চাই। কোরআনের শাসন চাই।’
৪ ঘণ্টা আগেসংগঠনের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ইমনের সই করা বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনা-পরবর্তী উদ্ধারকাজে বিমানবাহিনী বা ফায়ার সার্ভিসের যথাযথ প্রস্তুতির অভাব ছিল। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। এতে রাষ্ট্রীয় অব্যবস্থাপনার চিত্র স্পষ্ট হয়েছে।’
৬ ঘণ্টা আগেন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু কোনো আদালত ন্যায়বিচার করতে পারছেন না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
১ দিন আগে