অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান তিনি ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকেরা দেশব্যাপী শুরু হওয়া যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা (অপারেশন ডেভিল হান্ট) কী ভাই! আমরা তো বাইরে ছিলাম। ডেভিল হান্ট সম্পর্কে জানি না। একমাত্র ডেভিল তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি।’
পরে বিশেষ এই অভিযানের বিষয়ে সাংবাদিকেরা কিছুটা ধারণা দিলে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এত দিনে তাদের (সরকার) বোধোদয় হয়েছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই।’
তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতে বাংলাদেশের ছাত্র-জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিমই দায়ী। আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।’
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অভ্যুত্থানের অর্জনকে সফল করতে হলে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জ্বালিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবার কাছে আহ্বান জানাতে চাই— সবাই ঐক্যবদ্ধ হয়ে, একযোগে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, স্থিতিশীলতা রক্ষা, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’
যুক্তরাজ্যে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) ভালো আছেন। তাঁর চিকিৎসা চলছে।’
এর আগে ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেল ৫টার দিকে তাঁদের বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান তিনি ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার বিকেলে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন তিনি।
এ সময় সাংবাদিকেরা দেশব্যাপী শুরু হওয়া যৌথ বাহিনীর ‘অপারেশন ডেভিল হান্ট’ সম্পর্কে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা (অপারেশন ডেভিল হান্ট) কী ভাই! আমরা তো বাইরে ছিলাম। ডেভিল হান্ট সম্পর্কে জানি না। একমাত্র ডেভিল তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি।’
পরে বিশেষ এই অভিযানের বিষয়ে সাংবাদিকেরা কিছুটা ধারণা দিলে অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘এত দিনে তাদের (সরকার) বোধোদয় হয়েছে, সে জন্য তাদের ধন্যবাদ জানাই।’
তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারকে উৎখাতে বাংলাদেশের ছাত্র-জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে সফলতা অর্জন করেছে। কিন্তু আজকে হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা তৈরি হচ্ছে। এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিমই দায়ী। আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে।’
সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অভ্যুত্থানের অর্জনকে সফল করতে হলে আমাদের ধীরে ধীরে এগোতে হবে। অন্ধকারকে আরেকটা অন্ধকার দিয়ে দূর করা যায় না। তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলোকবর্তিকা জ্বালিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। সবার কাছে আহ্বান জানাতে চাই— সবাই ঐক্যবদ্ধ হয়ে, একযোগে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, স্থিতিশীলতা রক্ষা, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।’
যুক্তরাজ্যে থাকা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) ভালো আছেন। তাঁর চিকিৎসা চলছে।’
এর আগে ২ ফেব্রুয়ারি ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিকেল ৫টার দিকে তাঁদের বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারকে কীভাবে পরবর্তী নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, তা ঠিক করার পরামর্শ দিয়েছেন। আজ বুধবার ঢাকার একটি হোটেলে ‘ডেমোক্রেসি ডায়াস’ নামের একটি গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত এক সেমিনারে তিনি এই পরামর্শ দেন।
৫ ঘণ্টা আগেজুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্রের আইনি ভিত্তি, বাস্তবায়ন প্রক্রিয়া জামায়াত চায় বলে জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘এখন প্রশ্ন হচ্ছে, এই সনদকে আইনি মর্যাদা কীভাবে দেওয়া যাবে। আমাদের মতে, যেভাবে অতীতে পঞ্চম ও সপ্তম সংশোধনীর মাধ্যমে গণভোট ও প্রক্লেমেশন র্যাটিফাই
৬ ঘণ্টা আগেজাতীয় সংসদে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে যুক্তি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টার স্বাক্ষরসহ, সংস্কার কমিশনের সব চেয়ারম্যান, ঐকমত্য কমিশনের সব সদস্য, জাতীয় নেতারা ও সব দলের প্রতিনিধির স্বাক্ষরসহ একটি সনদ তৈরি হবে—তা ওয়েবসাইটে প্রকাশিত হবে, পত্রিকায়
৮ ঘণ্টা আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শিক্ষার্থীরা সন্তানের চেয়ে বড়, তার দৃষ্টান্ত রেখে গেছেন মাইলস্টোনের শিক্ষক মাহরীন চৌধুরী।
৯ ঘণ্টা আগে