Ajker Patrika

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি সাবা, সম্পাদক রাফি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মার্চ ২০২২, ১৪: ৩৪
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি সাবা, সম্পাদক রাফি

‘চলো বিদ্রোহী রণউদ্যমে ভাঙি দুঃশাসনের শৃঙ্খল’ স্লোগান ধারণ করে রেশমি সাবাকে সভাপতি ও তানজিমুর রহমান রাফিকে সাধারণ সম্পাদক করে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের ষষ্ঠ সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ি কমিটির সভাপতি তামজিদ হায়দার চঞ্চল। কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নজির আমিন চৌধুরী জয় ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জওহরলাল রায়।

কাউন্সিলের শুরুতে শোক প্রস্তাব উত্থাপন করে এক মিনিট নীরবতা পালন করার পর সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট উত্থাপন এবং এর ওপর আলোচনা-পর্যালোচনা হয়। নির্বাচনী অধিবেশনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি নির্বাচন করা হয়। 

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অন্তু অরিন্দম। এ ছাড়া সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জয়তী চক্রবর্তী ও নাজিফা জান্নাত। সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন বেনজীর আহমেদ। 

কমিটির নবনির্বাচিত অর্থ সম্পাদক কৃষ্ণ বণিক, দপ্তর সম্পাদক মায়িশা সামিহা প্রীতি, শিক্ষা ও গবেষণা সম্পাদক তাবিব মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মাহবুব ত্বকী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহাদ আকাশ, সাংস্কৃতিক সম্পাদক নূর ইসলাম, ক্রীড়া সম্পাদক লুবনা আহমেদ। এ ছাড়া সম্মানিত সদস্য হিসেবে কমিটিতে আছেন পূর্ববর্তী কমিটির সভাপতি তামজীদ হায়দার চঞ্চল ও সাধারণ সম্পাদক হিমাদ্রি শেখর নন্দী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত