নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার চান্দিনায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। প্রতিবাদ সমাবেশে হামলার নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান দলটির নেতারা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ বলেন, ‘ঈদ-পরবর্তী সময়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান আমাদের দলের মহাসচিব। সেখানে তাঁর ওপর অতর্কিত হামলা চালান সরকারি দলের নেতারা। সরকারি দলের অঙ্গসংগঠনের হামলা থেকে বাঁচার জন্য তিনি থানায় আশ্রয় নেন। নির্লজ্জ প্রশাসন সেখানে তাঁকে গ্রেপ্তার করে। এই হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে তাঁর দ্রুত মুক্তি চাই।’
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল বলেন, ‘মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সরকারি দলের নেতাদের এমন উগ্র আচরণের তীব্র নিন্দা জানাই। নিজেকে হামলা থেকে বাঁচানোর জন্য থানায় আশ্রয় নিয়েও তিনি নিরাপদ হতে পারেননি। তাঁকে সেখানে গ্রেপ্তার করা হয়। প্রশাসনের এমন গ্রেপ্তার নিন্দনীয়। আমরা দলের মহাসচিব রেদোয়ান আহমেদের নিঃশর্ত মুক্তি চাই।’
প্রতিবাদ সমাবেশে অন্য বক্তারা বলেন, এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে বিরোধী দলের কোনো নেতাকর্মী নিরাপদ নন। তাই এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নেই। দেশে গণতন্ত্র নেই, মানুষের কোনো অধিকার নেই। স্বৈরাচারী সরকারের পতন এখন সময়ের দাবি।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কে কিউ স্যাকলাইন, সহসভাপতি মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেমসহ প্রমুখ।
কুমিল্লার চান্দিনায় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের ওপর সন্ত্রাসী হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে সমাবেশ করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। প্রতিবাদ সমাবেশে হামলার নিন্দা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান দলটির নেতারা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ বলেন, ‘ঈদ-পরবর্তী সময়ে মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যান আমাদের দলের মহাসচিব। সেখানে তাঁর ওপর অতর্কিত হামলা চালান সরকারি দলের নেতারা। সরকারি দলের অঙ্গসংগঠনের হামলা থেকে বাঁচার জন্য তিনি থানায় আশ্রয় নেন। নির্লজ্জ প্রশাসন সেখানে তাঁকে গ্রেপ্তার করে। এই হামলা ও গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই। একই সঙ্গে তাঁর দ্রুত মুক্তি চাই।’
দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ডক্টর আওরঙ্গজেব বেলাল বলেন, ‘মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সন্ত্রাসীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সরকারি দলের নেতাদের এমন উগ্র আচরণের তীব্র নিন্দা জানাই। নিজেকে হামলা থেকে বাঁচানোর জন্য থানায় আশ্রয় নিয়েও তিনি নিরাপদ হতে পারেননি। তাঁকে সেখানে গ্রেপ্তার করা হয়। প্রশাসনের এমন গ্রেপ্তার নিন্দনীয়। আমরা দলের মহাসচিব রেদোয়ান আহমেদের নিঃশর্ত মুক্তি চাই।’
প্রতিবাদ সমাবেশে অন্য বক্তারা বলেন, এই আওয়ামী ফ্যাসিবাদী সরকারের হাতে বিরোধী দলের কোনো নেতাকর্মী নিরাপদ নন। তাই এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নেই। দেশে গণতন্ত্র নেই, মানুষের কোনো অধিকার নেই। স্বৈরাচারী সরকারের পতন এখন সময়ের দাবি।
এলডিপির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলালের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সভাপতিমণ্ডলীর সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, কে কিউ স্যাকলাইন, সহসভাপতি মাহে আলম চৌধুরী, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক অ্যাডভোকেট আবুল হাসেমসহ প্রমুখ।
সংগ্রাম এখনো শেষ হয়নি মনে করিয়ে দিয়ে সতর্ক থেকে কাজ করতে দলের নেতা-কর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমাদের সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। গণতান্ত্রিক উত্তরণ এখনো আমাদের হয়নি, নির্বাচনের..
১ ঘণ্টা আগেবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সঙ্গে বৈঠকে করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। আজ রোববার বিকেল ৪টায় রাজধানীর বনানীতে হোটেল সেরিনায় এই বৈঠক শুরু হয় বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
২ ঘণ্টা আগেপ্রধানমন্ত্রী পদে টানা দুই মেয়াদের বেশি কেউ থাকতে পারবেন না, তবে একবার বিরতি দিয়ে আবারও দায়িত্ব পালন করতে পারবে—জাতীয় ঐকমত্য কমিশনের কাছে এমন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এই প্রস্তাবের বিস্তারিত তুলে ধরে বলেছেন, তাঁরা পরপর দুবারের...
২ ঘণ্টা আগেনারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে সংঘটিত গণহত্যার বিচার নিশ্চিত করাসহ পাঁচ দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। আগামী ৩ মের মধ্যে এসব দাবি মানা না হলে আরও বড় আকারে কর্মসূচির হুঁশিয়ারি দেয় তারা।
৪ ঘণ্টা আগে