Ajker Patrika

জনগণ পরিবর্তন চায় : খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জনগণ পরিবর্তন চায় : খন্দকার মোশাররফ

দেশ আজ অনেক বড় সংকটের সম্মুখীন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এই সংকটের জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন বিএনপির এই শীর্ষ নেতা। সংকট কাটিয়ে উঠতে সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। 

আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতা এ কে এম ফজলুল হক মোল্লার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার হোমনা উপজেলা জাতীয়তাবাদী ফোরাম এই অনুষ্ঠানের আয়োজন করে। 

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এই যে সরকার, যারা গায়ের জোরে ক্ষমতায় বসে আছে, তারা মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছ, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের সাহস এবং সুযোগ এই সরকারের নাই। এর পেছনে একটা সিন্ডিকেট কাজ করছে যারা সবাই আওয়ামী লীগের এবং তারা সবাই এক হয়ে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, নিজেদের পকেট ভরছে। 
 
তিনি বলেন, বাংলাদেশ আজ বিরাট সংকটের সম্মুখীন। আমাদের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যে আকাঙ্ক্ষা, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতন্ত্রকে এই সরকার বারবার হত্যা করেছে। আজকে জনগণ আর এই সরকারকে দেখতে চায় না, পরিবর্তন চায়।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত