ঢাবি সংবাদদাতা
আওয়ামী লীগ শাসনামলের ‘সহযোগী’ ১৪ দলীয় জোট এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’।
সংগঠনের অন্যতম সংগঠক মুসাদ্দেক ইবনে আলী লিখিত বক্তব্যে বলেন, ‘এই রাজনৈতিক শক্তিগুলোকে জবাবদিহির বাইরে রাখা যায় না। আমরা তাদের নিবন্ধন বাতিল, আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ এবং বিচার প্রক্রিয়া শুরুর জোর দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। আমরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে “জুলাই বিপ্লব ঘোষণাপত্র” আনুষ্ঠানিকভাবে ঘোষণার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার পথে এগিয়ে যাব।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকেও স্থায়ীভাবে নিষিদ্ধ করার এবং দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবি জানায় জুলাই ঐক্য। এ ছাড়া আওয়ামী লীগের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনও নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, মানুষের মূল দাবি ছিল আওয়ামী লীগের স্থায়ী নিষিদ্ধকরণ এবং নিবন্ধন বাতিল। সাময়িক স্থগিতাদেশ সেই দাবি পূরণের প্রতিফলন নয়।
সংগঠনটি আরও দাবি জানায়, সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের ওপর তথাকথিত ‘ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ’ বন্ধ করতে হবে। একই সঙ্গে ‘জুলাই বিপ্লব’কে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা এবং রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি টেলিভিশনে প্রতিদিন এ সম্পর্কিত প্রামাণ্যচিত্র সম্প্রচারের দাবি জানানো হয়।
জুলাই ঐক্য তাদের বক্তব্যে গত ১৬ বছরে সংঘটিত হত্যা ও অন্যান্য অপরাধের দ্রুত বিচার এবং ২০২১ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দাবিও জানানো হয়।
পরবর্তী কর্মপরিকল্পনার অংশ হিসেবে সংগঠনটি ঘোষণা দেয়, তারা শিগগিরই সচিবালয়ের ভেতরে থাকা কথিত ষড়যন্ত্রকারীদের একটি তালিকা প্রমাণসহ প্রকাশ করবে এবং তালিকাটি প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের কাছে জমা দেবে।
আওয়ামী লীগ শাসনামলের ‘সহযোগী’ ১৪ দলীয় জোট এবং জাতীয় পার্টির নিবন্ধন বাতিল ও স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ‘জুলাই ঐক্য’।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’।
সংগঠনের অন্যতম সংগঠক মুসাদ্দেক ইবনে আলী লিখিত বক্তব্যে বলেন, ‘এই রাজনৈতিক শক্তিগুলোকে জবাবদিহির বাইরে রাখা যায় না। আমরা তাদের নিবন্ধন বাতিল, আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপ এবং বিচার প্রক্রিয়া শুরুর জোর দাবি জানাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। আমরা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে “জুলাই বিপ্লব ঘোষণাপত্র” আনুষ্ঠানিকভাবে ঘোষণার দাবি জানাচ্ছি। অন্যথায় আমরা শিক্ষার্থী ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার পথে এগিয়ে যাব।’
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকেও স্থায়ীভাবে নিষিদ্ধ করার এবং দলটির রাজনৈতিক নিবন্ধন বাতিলের দাবি জানায় জুলাই ঐক্য। এ ছাড়া আওয়ামী লীগের সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গ সংগঠনও নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে বলা হয়, মানুষের মূল দাবি ছিল আওয়ামী লীগের স্থায়ী নিষিদ্ধকরণ এবং নিবন্ধন বাতিল। সাময়িক স্থগিতাদেশ সেই দাবি পূরণের প্রতিফলন নয়।
সংগঠনটি আরও দাবি জানায়, সংবাদমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনের ওপর তথাকথিত ‘ফ্যাসিবাদী নিয়ন্ত্রণ’ বন্ধ করতে হবে। একই সঙ্গে ‘জুলাই বিপ্লব’কে জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্ত করা এবং রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি টেলিভিশনে প্রতিদিন এ সম্পর্কিত প্রামাণ্যচিত্র সম্প্রচারের দাবি জানানো হয়।
জুলাই ঐক্য তাদের বক্তব্যে গত ১৬ বছরে সংঘটিত হত্যা ও অন্যান্য অপরাধের দ্রুত বিচার এবং ২০২১ সালের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের প্রতিবাদে বিক্ষোভের সময় সংঘটিত হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার দাবিও জানানো হয়।
পরবর্তী কর্মপরিকল্পনার অংশ হিসেবে সংগঠনটি ঘোষণা দেয়, তারা শিগগিরই সচিবালয়ের ভেতরে থাকা কথিত ষড়যন্ত্রকারীদের একটি তালিকা প্রমাণসহ প্রকাশ করবে এবং তালিকাটি প্রধান উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের কাছে জমা দেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামপন্থার বিজয় জাতিকে আশার আলো দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দলটির প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এমনটি জানান।
২৮ মিনিট আগেসালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি, নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে, সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে। তবে সুষ্ঠু নির্বাচন করতে না পারল
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয় হওয়ায় ছাত্রশিবিরকে জাতীয় পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয়
২ ঘণ্টা আগেমামলা থেকে অব্যাহতি পাওয়ার পর আখতার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকার রাজনৈতিক নিপীড়নের অংশ হিসেবে বিরোধী মতের মানুষদের বিরুদ্ধে লাখ লাখ মিথ্যা, নিপীড়নমূলক মামলা দিয়েছে, রিমান্ডে নিয়েছে, জেলে দিয়েছে। এই মানুষগুলোকে মাসে-মাসে, সপ্তাহে-সপ্তাহে হাজিরা দিতে হয়েছে। তেমন একটি মিথ্যা মামলা
৩ ঘণ্টা আগে