Ajker Patrika

তিন মাসের মধ্যে নির্বাচন চাইলেন মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ২৩: ১০
তিন মাসের মধ্যে নির্বাচন চাইলেন মির্জা ফখরুল 

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘প্রশাসনকে আমরা সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে রাষ্ট্রপতি যেন নির্দেশ দেন সে আহ্বান জানাব। একই সঙ্গে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিন।’

আজ বুধবার (৭ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের প্রায় ৬০ লাখ নেতা-কর্মী সরকার বন্দী করেছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র–জনতা যখন আন্দোলন করেছিল, আমরা তাঁদের সমর্থন জানিয়েছিলাম। এর পর থেকে ফ্যাসিস্ট সরকার আমাদের ১১ হাজার নেতা-কর্মী গ্রেপ্তার করেছে। কিন্তু সবকিছু পেরিয়ে বাংলার ছাত্র–জনতা বিজয় কেড়ে নিয়ে এসেছে। এই বিজয় সকলের, এই বিজয় ছাত্রদের, এই বিজয় আপনাদের। আমাদের বিজয়কে কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে সে জন্য সকলকে সজাগ থাকতে হবে।’

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই, সাম্যের রাষ্ট্র গড়তে চাই। বর্তমানে আমাদের এই বিজয়কে নস্যাৎ করার জন্য যারা কাজ করছে তারা তাদেরই (আওয়ামী লীগ) প্রেতাত্মা। নেতা-কর্মীদের প্রতি আহ্বান থাকবে আপনারা কোনো আগুন দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত হবেন না। ক্ষোভ প্রকাশ করে আইন হাতে তুলে নেবেন না। যারা এ সকল ঘটনার সঙ্গে জড়িত থাকবে, দেশকে অস্থিতিশীল করতে চাইবে তাদের বিষয়ে সতর্ক থাকবেন।’

তিনি আরও বলেন, ‘যারা লুটপাট করছে, তারা আমাদের কেউ না, তারা ছাত্রদের মধ্যেও কেউ না। তারা হলো দুর্বৃত্ত। আমরা ছাত্রদের সঙ্গে একমত। আমরা গণতন্ত্রের দেশ নির্মাণ করতে চাই। আজকে আমাদের ধৈর্যের সঙ্গে দিন পার করতে হবে। কোনো প্রতিহিংসা নয়, প্রতিরোধ নয়। এ বিজয়কে সুসংগঠিত করতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত