Ajker Patrika

অন্যরা অপকর্ম করে বিএনপির ওপর দোষ চাপিয়ে দিচ্ছে: টুকু

সিরাজগঞ্জ প্রতিনিধি   
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য দেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: আজকের পত্রিকা

অন্যরা অপকর্ম করে সুকৌশলে বিএনপির ত্যাগী কর্মীদের ওপর দোষ চাপিয়ে দিচ্ছে বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ শনিবার সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে টুকু এ দাবি করেন। পৌর ভাসানী মিলনায়তনে সভাটি হয়।

বিএনপির এই নেতা বলেন, জনগণের শক্তিই বড় শক্তি। বিএনপি জনগণের শক্তিতে বলীয়ান। বিএনপিকে কোনো ষড়যন্ত্র নিঃশেষ করতে পারেনি, আগামী দিনেও পারবে না। অপকর্ম করে অন্যরা, আর সুকৌশলে দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপির ত্যাগী কর্মীদের ওপর।

টুকু আরও বলেন, একাত্তরের ৯ মাস যুদ্ধ করে যাঁরা দেশকে হানাদারমুক্ত করে স্বাধীনতা এনেছিলেন, তাঁরাই প্রকৃত মুক্তিযোদ্ধা। একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও অনেকে ভুয়া মুক্তিযোদ্ধা সেজেছিল। ২৪-এর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর তেমনি অনেক ভুয়া জুলাই-আগস্ট বিপ্লবধারী দেখা যাচ্ছে। তাদের মুখোশ উন্মোচন করে দিতে হবে। ১৭ বছরের আন্দোলনের জন-আকাঙ্ক্ষা, নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমীরুল ইসলাম খান আলিম সভায় সভাপতিত্ব করেন। এতে জেলার ১৮টি সাংগঠনিক ইউনিটের বিএনপির প্রতিনিধিরা অংশ নেন। বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাবেক সংসদ সদস্য এম আকবর আলী, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম খান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত