Ajker Patrika

নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২৪, ১৫: ৪৬
Thumbnail image

রাজধানীর নয়াপল্টনে যুবদলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বিকেল সোয়া ৩টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। 

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুসহ দলের কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 
 
সমাবেশে অংশ নিতে ব্যানার, ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে দুপুর থেকে দলটির হাজার হাজার নেতা-কর্মী নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিসহ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন ও এর আশপাশের এলাকা যুবদলের নেতা-কর্মীদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল আসছে নয়াপল্টনে। 

এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত