Ajker Patrika

আ. লীগের কথা-কাজে মিল নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগ মুখে একটা বলে আর করে আরেকটা। কথার সঙ্গে তাদের কাজের কোনো মিল নেই।’ 

রাজধানীর নয়াপল্টনে ভাসানি ভবনে আজ বুধবার অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জরুরি সভায় রিজভী এ মন্তব্য করেন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম মজনু সভায় সভাপতিত্ব করেন। 

সভায় রুহুল কবির রিজভী বলেন, ‘ক্ষমতা হারানোর ভয়ে সরকার বেপরোয়া হয়ে উঠেছে। আওয়ামী লীগের নেতারা মুখে একটা বলে, আর তার বিপরীত কাজ করে। তারা দেশ থেকে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ বিতাড়িত করেছে। সরকারের নির্দেশেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বাসাসহ নেতা-কর্মীদের ওপর হামলা করা হয়েছে, এমনকি ইফতার মাহফিলেও হামলা করা হয়েছে। দেশের মানুষ আর সরকারের কথা বিশ্বাস করে না।’ 

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া দেশে আর কোনো নির্বাচন হবে না উল্লেখ করে রিজভী বলেন, ‘আন্দোলনের মাধ্যমেই সকল দাবি আদায় করা হবে।’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘অগণতান্ত্রিক সরকারের কাছে কোনো আবদার নয়। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে মানুষ প্রস্তুতি নিচ্ছে। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে আওয়ামী লীগ ছাড়া সকল রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত