Ajker Patrika

‘শ্রীলঙ্কার রাজা পালাতে পারলেও এ দেশের কেউ পালাতে পারবেন না’

বরিশাল প্রতিনিধি
‘শ্রীলঙ্কার রাজা পালাতে পারলেও এ দেশের কেউ পালাতে পারবেন না’

বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন বলেছেন, ‘শ্রীলঙ্কার রাজা পালাতে পারলেও এ দেশের কেউ পালাতে পারবেন না। খুব বেশি দিন লাগবে না, এ সরকারেও পতন হবে। বিদায়ের বেশি দিন বাকি নেই, সময় হয়ে গেছে।’ আজ শনিবার বরিশালে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বরিশাল নগর বিএনপির উদ্যোগে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যুতের টাকা সরকার বিদেশে পাচার করেছে বলে অভিযোগ করে জয়নাল আবেদীন বলেন, ‘সরকার বিদ্যুতের টাকা বিদেশে পাচার করেছে তাই দেশের মানুষ আজ বিদ্যুৎ পাচ্ছে না। তাঁরা লোডশেডিংয়ে ভুগছেন।’ 
 
জয়নাল আবেদীন আরও বলেন, ‘সরকার একটা ভুয়া নির্বাচন কমিশন বানিয়েছে। সরকার বলে, নির্বাচন নিরপেক্ষ হবে। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’

সমাবেশে কর্মীদের উপস্থিতি কম হওয়ায় সমাবেশের নেতা–কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মহানগর বিএনপিতে আপনারা সংখ্যায় অনেক আছেন কিন্তু এসেছেন কম। মিটিংয়ে এত অল্পসংখ্যক লোক দেখে ভীষণ কষ্ট লেগেছে। আশা করি ভবিষ্যতে আপনারা সংখ্যায় বেশি থাকবেন।’ 

সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল নগর বিএনপির সভাপতি মনিরুজ্জামান ফারুক, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, নির্বাহী সদস্য আবু নাসের, মো. রহমতুল্লাহ, মেজবাহ উদ্দিন ফরহাদ ও এবায়দুল হক চান সহ আরও অনেকে। সভায় সঞ্চালনা করেছেন মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত