Ajker Patrika

একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৯: ০৭
একের পর এক বিস্ফোরণের ঘটনা রহস্যজনক: মির্জা ফখরুল 

গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

চট্টগ্রামের সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ, এরপর রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণ, এরপর সিদ্দিকবাজারে বিস্ফোরণ- এভাবে একের পর এক বিস্ফোরণের ঘটনাকে ‘রহস্যজনক’ বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল। 

মঙ্গলবার (৭ মার্চ) এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘সারা দেশে একের পর এক বিস্ফোরণের  ঘটনা রহস্যজনক। গত কয়েকদিনে এমন ঘটনায় ২৫ জনের অধিক লোক প্রাণ হারিয়েছেন। এসব ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত। এসব  ঘটনায় সরকারের কোনো গাফিলতি আছে কি না তাও খতিয়ে দেখা প্রয়োজন। সবগুলো ঘটনার ধরন প্রায় একই রকম হওয়ায় জনমনে সন্দেহ বাড়ছে। এসব ঘটনা পরিকল্পিত কি না, তাও খতিয়ে দেখা প্রয়োজন। আমি মনে করি, এর পেছনে সরকারের গাফিলতি ও ব্যর্থতাও রয়েছে।’ 

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘এ সরকারের আমলে মানুষের জীবনের কোনো মূল্য নেই। তাই একের পর এক ঘটনা ঘটলেও সরকার ভয়াবহ প্রাণহানির ঘটনা ঠেকাতে পারছে না। আমি সকল ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করছি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত